কলকাতা 

জাতীয় নিরাপত্তা বৈঠকে যোগ দিতে সোমবার কলকাতায় আছেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক হতে পারে

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : সোমবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক হবে নবান্নে। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকার কথা বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সরকারের প্রতিনিধিদের। বৈঠকের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

বিশেষ সূত্রে জানা গেছে , দেশের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং-র সঙ্গে মমতারএকান্তে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে । সেই বৈঠকে কী কথা হয় সেদিকেই তাকিয়ে রয়েছে  দেশের রাজনীতিবিদরা।

Advertisement

গতকাল দেশে ফিরেছেন মুখ্যমন্ত্রী। সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে অন্য রাজ্যগুলির তরফে কারা উপস্থিত থাকবেন সে সম্পর্কে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। তবে নবান্ন সূত্রের খবর, রাজ্য থেকে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। জাতীয় স্তরে বেশকিছু বৈঠক মমতা এড়িয়ে গেলেও এক্ষেত্রে নাকি অনুঘটক হিসেবে কাজ করছে রাজনাথের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক।

জানা গছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনাথের আলোচনায় রোহিঙ্গা ইস্যু, এনআরসি-র মতো স্পর্শকাতর বিষয়গুলি উঠে আসতে পারে। সে ক্ষেত্রে মমতা বৈঠকে কী বলেন, সে দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

 


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × two =