দেশ 

বায়ুসেনা ঘাঁটিতে ফের হামলার আশঙ্কা, পাঠানকোটে কড়া সতর্ক বার্তা জারি (ফাইল চিত্র)

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিজে নিউজ ডেস্কঃ  ২০১৬ সালের জানুয়ারি মাসে পাঠানকোটের বায়ু সেনা ঘাঁটিতে পাক জঙ্গী হানার  ক্ষতটা এখনও দগদগে।  সেই স্মৃতি উসকে ফের বায়ুসেনা ঘাঁটিতে  হামলার আশঙ্কা তৈরি হল।
স্থানীয় বাসিন্দারা  জানিয়েছেন, সেনার পোশাকে দুই সশত্র জঙ্গীকে গাড়ি চুরি করে পালাতে দেখেন তাঁরা। স্থানীয়দের কাছ থেকে এই খবর পাওয়ার পর সতর্ক হয়েছেন সেনাকর্তারা। পুরো পাঠানকোট জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তবর্তী এই এলাকায় মোতায়েন করা হয়েছে নয়টি বুলেটপ্রুফ গাড়ি।
পাঠানকোটের একটি আইটিআই ভবনে কয়েকজন জঙ্গী লুকিয়ে বলে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ওইখানে অভিযান চালায় সেনা।  ভবনটিকে ঘিরে ফেলা হয়। যদিও তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। তবে পাঞ্জাববাসিকে এই ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনি বলেন, ‘প্রশাসন সতর্ক রয়েছে। আতঙ্কের কোনও কারন নেই’।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 + eleven =