কলকাতা 

‘স্কুল চলাকালীন ভোটার তালিকা সংশোধনের কাজে শিক্ষকদের নিযুক্ত করা চলবে না‘- নির্বাচন কমিশনকে নির্দেশ কলকাতা হাইকোর্টের

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভোটার তালিকা সংশোধনের কাজে প্রাথমিক শিক্ষকদের ব্যবহার করা নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশিকাকে চ্যালে়ঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। শুক্রবার সেই মামলার শুনানিতে উচ্চ আদালত কমিশনের নির্দেশকে বাতিল করে শিক্ষকদের আপাত স্বস্তি দিল। শুক্রবারবিচারপতি তপব্রত চক্রবর্তী দুই পক্ষের বক্তব্য শুনে জানান “কখন শিক্ষকরা কাজ করতে পারবেন তা নির্দিষ্ট করতে হবে,  ছুটির দিনে তালিকা সংশোধনের কাজ করতে পারবেন শিক্ষকরা”। পাশাপাশি তিনি আরও বলেন “স্কুল চলাকালীন ভোটারতালিকা সংশোধনের কাজে শিক্ষকদের নিযুক্ত করা চলবে না”একই সঙ্গে হাইকোর্ট কমিশনের উদ্দেশে বলে, এই সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করে তবেই শিক্ষকদের ব্যবহার করা যাবে।

কমিশন জানিয়েছিল, ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। যেখানে ভোটার তালিকায় নির্বাচকদের নামের সংযোজন, বিয়োজন ইত্যাদি কাজে প্রাথমিক শিক্ষকদের ব্যবহার করা হবে।  উল্লেখ্য, কমিশনের পুরনো নির্দেশে বলা হয়েছিল, সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত শিক্ষকরা এই কাজ করবেন। আবার রবিবারে ছুটির দিনেও তাঁদের কাজ করতে হবে। সে দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করতে হবে। কমিশনের এমন নির্দেশিকা জারির পরই প্রাথমিক শিক্ষকরা প্রতিবাদ করেন। তাঁরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলে শুক্রবারের রায় তাঁদের কিছুটা হলেও স্বস্তি দিল বলেই ধারণা করা হচ্ছে।

Advertisement

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × two =