দেশ 

পার্টি কংগ্রেসে সীতারামকে খসড়া দলিল পড়তে দিলো না কারাটপন্থীরা ,ভাঙনের মুখে সিপিএম?

শেয়ার করুন
  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদঃ  হায়দরাবাদে আজ অনুষ্ঠিত দেশের বৃহত্তম বামপন্থী রাজনৈতিক দল সিপিএমের ২২ তম পার্টি কংগ্রেসে খসড়া রিপোর্ট পড়তে পারলেন না দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। পার্টির সাধারণ সম্পাদক পার্টি কংগ্রেসে খসড়া কমিটি পেশ করতে গেলে প্রতিনিধিরা বাধা দিয়েছে এটা বিগত ২১ টি পার্টি কংগ্রেসে নজির নেই।
আজ সভার শুরুতেই পার্টির নিয়ম অনুসারে দলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক খসড়া দলিল পড়তে গেলে কারাট পন্থীরা বাধা দেয়।তাঁরা ওই খসড়া দলিল প্রকাশ কারাট কে পড়তে বলেন। সূত্রের খবর, প্রতিনিধিদের দাবি মেনে নিয়ে সীতারাম ইয়েচুরি খসড়া রিপোর্ট না পড়ে, কারাট কে পড়তে দেন। পার্টি কংগ্রেসে সাধারণ সম্পাদক কে যেভাবে হেনস্তা এবং অপমান করা হল, তা আগে কোনোদিন ঘটেনি।
আসলে ২০১৯ র লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট করার পক্ষে সীতারাম।কারাট মতাদর্শ গত কারণে  কংগ্রেসের সঙ্গে জোটের বিরোধী।তবে সীতারামের মতে, ধর্মনিরপেক্ষতার স্বার্থে কংগ্রেসের সঙ্গে জোট করা উচিত।
এই আদৰ্শ গত প্রশ্নে দুই প্রথম সারির বাম নেতার সংঘাত দীর্ঘদিন ধরে চলছে।আজ হায়দরাবাদে পার্টি কংগ্রেসে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে তারপর সীতারাম ইয়েচুরি ইস্তফা দিলে সিপিএম দল সংকটের মধ্যে পড়তে পারে।দল ভেঙে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

শেয়ার করুন
  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × two =