কলকাতা 

রাজ্যের সংশোধনাগারগুলির পরিকাঠামা ও স্বাস্থ্য বিধি নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের , কেন ৫৬ জন বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে না তাও জানতে চাইল আদালত

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : রাজ্যের প্রত্যেকটি জেলের স্বাস্থ্য ও পরিকাঠামো বিষয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী দুমাসের মধ্যে এই রিপোর্ট দিতে হবে স্টেট সেন্টেনসিং রিভিউ কমিটি বা শাস্তি পর্যালোচনা কমিটিকে।
বৃহস্পতিবার এই নির্দেশের পাশাপাশি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ বন্দিদের মুক্তি করার জন্য রাজ্য সরকার ৫৬ জনের যে তালিকা আদালতে পেশ করেছিল তা এখনও কেন কার্যকর করা হয়নি তা নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ দেয় লিগ্যাল এইড সার্ভিসকে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৬ নভেম্বর। ঘটনা হল, ১৪ বছরের বেশি সময় ধরে সংশোধনাগারে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের কাজকর্ম ও আচার আচরণের নিরিখে মুক্তির বিষয়ে দেশের প্রত্যেকটি রাজ্যের হাইকোর্টগুলিকে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে এই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেইমতো কলকাতা হাইকোর্টের তরফেও স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। সেই মামলাতেই এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জেলের পরিকাঠামো কোন অবস্থায় রয়েছে তা জানতে একজন বিশেষজ্ঞকে নিয়োগ করেছিল উচ্চ আদালত। সেই রিপোর্টে রাজ্যের নানা প্রান্তের সংশোধনাগারগুলির দুর্দশা ও নানা সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। তা জানতে পেরেই আগামী দুমাসের মধ্যে রিপোর্ট চেয়েছে হাইকোর্ট।

Advertisement

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − seven =