দেশ 

নামাজ ইসলামের অপরিহার্য অংশ হলেও, মসজিদ নয় ১৯৯৪ সালের সুপ্রিম কোর্টে রায়কেই বহাল রাখল

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ১৯৯৪ সালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ রায় দিয়েছিল, নামাজ় মসজিদ ছাড়াও অন্যত্র পড়া যেতে পারে। যে কোনও জায়গাতেই নামাজ় পাঠ করা যেতে পারে। তাই সরকার যদি মনে করে তাহলে যে জমিতে মসজিদ রয়েছে তা অধিগ্রহণ করতে পারে। আজ ২৪ বছর আগের রায়কেই বহাল রাখল শীর্ষ আদালত। এই রায়ের প্রভাব মূল অযোধ্যা মামলায় পড়বে না বলেও জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ। আজ শীর্ষ আদালত জানিয়ে দিল, আগামী মাসের ২৯ তারিখ এই বাবরি মসজিদ মামলার শুনানি হবে।

আজ রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি অশোক ভূষণ বলেন, “সমস্ত ধর্ম, সমস্ত মসজিদ এবং মন্দির, গীর্জা সমান। সব ধর্মকে ও সব ধর্মীয় স্থানকে সমান শ্রদ্ধা করা উচিত।”

Advertisement

বিচারপতি অশোক ভূষণ ও প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, “১৯৯৪ সালের রায় পুনর্বিবেচনা করা হবে না।” যদিও বিরুদ্ধ মত প্রকাশ করে বিচারপতি এস আবদুল নাজ়ির বলেন, “ধর্মীয় প্রথার মধ্যে কোনটা জরুরি বা জরুরি নয় তা বিচার করার জন্য বিষয়টি বৃহত্তর বেঞ্চের প্রয়োজন রয়েছে।”

 

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen + 14 =