আন্তর্জাতিক 

প্রধানমন্ত্রীর বিলাস-বহুল গাড়ির পর এবার মোষকেও নিলামে তুলে রাজকোষ ভরালেন পাক- প্রধানমন্ত্রী ইমরান খান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ক্ষমতায় এসেই জনগণের করের টাকায়  বিলাসিতা ত্যাগ করে সাধারভাবে দেশ চালানোর জন্য মন্ত্রী-আমলাদের কাছে নির্দেশ দিয়েছিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই প্রধানমন্ত্রীর জন্য পাওয়া গাড়ি নিলামে তুলে ছিলেন ।  এবার আটটি গরু-মোষ নিলামে তুলে রাজকোষ ভরানোর চেষ্টা করলেন ইমরান খান ।প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ স্বাস্থ্যের কারণে আলাদাভাবে পোষা মোষের দুধ খেতেন তিনি।  প্রধানমন্ত্রী বাংলো সংলগ্ন এলাকাতেই সেগুলি থাকত। সেই পশুগুলিকে ২৩ লক্ষ টাকায় নিলাম করর বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান । মোট ৫টি বাছুর ও ৩টি মোষ ছিল বলে জানা গিয়েছে।

নওয়াজ শরিফের দল পিএমএল-নওয়াজের সমর্থকেরাই নিলামে টাকা দিয়ে প্রিয় নেতার বাংলোর মোষ নিয়ে গিয়েছেন। প্রথমে দেখা যায়, যে দাম চাওয়া হচ্ছে ততটা দামী নয় মোষগুলি। তবে শেষ অবধি প্রিয় নেতার প্রতি ভালোবাসার টানেই সবকটি পশু বিক্রি হয়ে গিয়েছে।

Advertisement

এর মধ্যে একটি মোষের দাম উঠেছে ৩ লক্ষ ৮৫ হাজার টাকা। শরিফের এক সমর্থক তা কেনেন। যদিও মোষটির আসল দাম ছিল ১ লক্ষ ২০ হাজার টাকা।সঙ্গত, এর আগে ৬১টি বিলাসবহুল গাড়ি বিক্রি করে ইমরানের সরকার ২০০ মিলিয়ন পাকিস্তানি রুপিয়া রাজকোষে জমা করে। গত সাতমাসে পাকিস্তানি রুপিয়ার ২০ শতাংশ মূল্য হ্রাস হয়েছে। পাকিস্থানের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে । এই অবস্থা থেকে দেশকে আর্থিক দিক থেকে শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খান আপ্রান চেষ্টা করছেন ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × four =