দেশ 

ছবির নাম বদলেও হুমকি থামেনি, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ সলমান

শেয়ার করুন
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুক্তির কয়েকদিন আগে লাভযাত্রী সিনেমা নিয়ে ফের হুমকির মুখোমুখি হলেন বিশিষ্ট অভিনেতা সলমান খান । তাঁর বিরুদ্ধে অভিযোগ লাভরাত্রি নামটি নবরাত্রির আদলে তৈরি। তাই ছবির নাম নিয়ে অভিযোগ উঠেছে আগেই। ছবির নাম বদল করা হলেও হুমকি থামেনি। তার জেরেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ছবির প্রযোজক সলমান খান।

লাভরাত্রির নাম বদলে নতুন নাম রাখা হয়েছে লাভযাত্রী। সলমান খান টুইট করে সেকথা জানান। লেখেন, “না, এটা কোনও বানান ভুল নয়। #Loveyatri”

Advertisement

তারপরও হুমকি থামেনি বলে সলমানের অভিযোগ। হুমকির জেরে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। এএনআই সূত্রে খবর, প্রধান বিচারপতি দীপক মিশ্র বিষয়টি শুনবেন বলে রাজি হয়েছেন।লাভরাত্রির নাম নিয়ে প্রথম থেকেই আপত্তি তোলা হয়েছিল। অভিযোগ ওঠে যে মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে। অভিযোগও দায়ের হয়। সম্প্রতি সলমান খান ও নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশেও দেয় বিহারের এক আদালত। আর এসবের মাঝে ছবির বিতর্ক এড়াতে নাম বদলের সিদ্ধান্ত নেন সলমান খান। ৫ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।


শেয়ার করুন
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

six + 11 =