কলকাতা 

মাছের সঙ্গে যেমন পানির সর্ম্পক, তেমনি মুসলমানের সঙ্গে মসজিদের সর্ম্পক : সিদ্দিকুল্লাহ চৌধুরি

শেয়ার করুন
  • 170
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : মাছের সঙ্গে যেমন পানির সর্ম্পক তেমনি মুসলমানের সঙ্গে মসজিদের সর্ম্পক । আল্লাহ স্বয়ং ফেরেশতাদের দিয়ে কাবা শরীফ তৈরি করেছিলেন । মসজিদ মুসলমানদের কাছে অপরিহার্য বলে বৃহস্পতিবার মন্তব্য করেন বিশিষ্ট আলেম ও জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি ।

তিনি বলেন সুপ্রিম কোর্ট ১৯৯৪ সালে যে রায় দিয়েছিল তা পুনরায় বিবেচনা করার জন্য কয়েকটি মুসলিম সংগঠন সুপ্রিম কোর্টে আবেদন করেছিল । তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আগের রায়কে বহাল রেখেছে বলে জানা গেছে । যদিও আমি রায়ের কপি দেখিনি ,তবু বলতে পারি মুসলিমরা মসজিদকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে । নবী সা. নিজে মসজিদ তৈরি করে সময় জমি কিনে  মসজিদ স্থাপন করেছিলেন । মসজিদ তৈরি করতে গেলে জমি জবর দখল করে করা যায় না । জমি কিনে ইসলামী মতে তা নিয়ে তবেই মসজিদ করা যায় । সুতরাং মসজিদ কোথাও বেআইনি ভাবে তৈরি করা হয় না।

Advertisement

তিনি আরও বলেন, রাজীব গান্ধী সংসদে আইন পাশ করেছিলেন ১৯৪৭ সালের মসজিদ,মন্দির সহ দেশের সমস্ত উপাসনালয়গুলি যে যেখানে আছে ,সেই খানেই থাকবে । তাদেরকে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না । তাহলে তো এখন এই আইনের পরিবর্তন করতে হবে ।

পরকীয়াকে সাংবিধানিকভাবে বৈধ বলে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, এই রায়ের ফলে সংসারের অস্তিত্ব বিপন্ন হতে পারে । পারিবারিক বন্ধন বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা আছে ।

 


শেয়ার করুন
  • 170
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × five =