দেশ 

রাজ্যসভাকে এড়িয়ে আধারকে অর্থ-বিল হিসেবে পাশ করানোকে জালিয়াতি বললেন দেশের শীর্ষ আদালতের বিচারপতি চন্দ্রচূড়

শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পাঁচ বিচারপতির বেঞ্চে ৪-১ ভোটে এগিয়ে থাকায় আধারকে সাংবিধানিক বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে যিনি আধারের বিপক্ষে ছিলেন তিনি বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আধার আইনকে অসাংবিধানিক বলে ব্যাখ্যা করেন তিনি। এমনকী সরকার জালিয়াতি করেছে বলেও জানিয়েছেন বিচারপতি চন্দ্রচূড়।
আলাদা করে নিজের রায় জানিয়েছেন বিচারপতি চন্দ্রচূড়। রাজ্যসভাকে খাটো করে সংবিধানের ১১০ নম্বর ধারাকে অবমাননা করার জন্য আধার আইন বাতিলের দাবি জানিয়েছেন বিচারপতি চন্দ্রচূড়। লোকসভায় আধার বিলকে অর্থ বিল হিসেবে পাশ করানোর প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, এভাবে কেন্দ্রের সরকারি দলের রাজ্যসভাকে এড়িয়ে যাওয়া কোনওভাবেই উচিত কাজ হয়নি।

এটাকে এক ধরনের জালিয়াতি বলেও তিনি ব্যাখ্যা করেন। বিচারপতি চন্দ্রচূড়ের ব্যাখ্যা, যে দল কেন্দ্রে সরকারে রয়েছে, তাঁরা রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ নাও হতে পারে। তাই বলে রাজ্যসভাকে খাটো করে এভাবে অর্থ বিল হিসাবে আধার বিল পাশ করানো একধরনের জালিয়াতি। তাই অবিলম্বে এই আইন বাতিলের পক্ষে মত দেন তিনি।

Advertisement

 


শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

9 − four =