দেশ 

ব্যাংকের সঙ্গে আধার লিংক জরুরি নয়, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জামিতুল ইসলাম : আধার নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক করা জরুরি নয়। এমনটাই জানিয়ে দিল শীর্ষ আদালত। গত বছর লোকসভায় মানি বিল হিসেবে আধার আইন পাশ করিয়েছিল মোদি সরকার। সেই বিলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। কিন্তু সেই অভিযোগ খারিজ করে সর্বোচ্চ আদালত জানিয়ে দিল আধার আইন বৈধ। অর্থাৎ, আধার কার্ড বাতিল করা যাবে না। সার্বিকভাবে আইনটি বৈধ বলে ঘোষিত হলেও দুটি ধারায় আপত্তি ছিল প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের। বাতিল করা হয়েছে সেই দুটি ধারা।
বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ ওই রায় দেন। বিভিন্ন পরিষেবা যেমন মোবাইলের সঙ্গেও আধার লিঙ্ক জরুরি নয় বলেই জানিয়েছে দেশের শীর্ষ আদালত। এ ছাড়া স্কুল-কলেজে ভর্তির ক্ষেত্রে কিংবা ইউজিসি, সিবিএসই, নিট প্রভৃতি পরীক্ষার ক্ষেত্রেও আধার জরুরি নয় বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি সিক্রি জানিয়েছেন, “সিবিএসি, নিট কিংবা ইউজিসি-র ক্ষেত্রেও আধার জরুরি নয়। এমনকী কোনও ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে বা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমেই আধার যুক্ত করতে না চাইলে থাকবে ‘এক্সিট’ অপশন”। শীর্ষ আদালত আরও বলেছে, অবৈধ অনুপ্রবেশকারীরা আধার কার্ড পাবে না। তবে কেন্দ্রীয় সরকার যাতে আধারের ডেটা নিরাপদ করার জন্য জরুরি আইন নিয়ে আসে, সে ব্যাপারে নির্দেশ দিয়েছে কোর্ট। অন্যদিকে বিচারপতি আরও বলেন, আধার কার্ড দেশের প্রান্তিক মানুষের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Advertisement

শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × three =