দেশ 

আধারের সাংবিধানিক বৈধতাকে স্বীকৃতি দিয়ে বেসরকারি ক্ষেত্রে এবং ব্যাঙ্ক-মোবাইল-গ্যাসের সংযোগে আধার ব্যাধ্যতামূলক নয় রায় সুপ্রিম কোর্টের

শেয়ার করুন
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : ‘সমাজের প্রান্তিক মানুষকে শক্তিশালী করে আধার’, এই কথা জানিয়ে আধারের সাংবিধানিক বৈধতাকে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট। এদিন প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে বিচারপতিদের বেঞ্চ আধার মামলায় এই রায় দিয়েছে।আধার কার্ডের থাকা তথ্য ব্যক্তির গোপনীয়তার অধিকারকে লঙ্ঘন করছে বলে আদালতে পিটিশন জমা পড়েছিল। সেই প্রেক্ষিতেই আদালত সেই অভিযোগ খারিজ করে স্পষ্ট জানিয়েছে, আধার সাংবিধানিকভাবে বৈধ।

এদিন বিচারপতি একে সিকরি রায় দিতে গিয়ে বলেছেন, আধার অন্য পরিচয় পত্রের চেয়ে আলাদা। কারণ এটিকে ডুপ্লিকেট করা যাবে না। ফলে আধার কার্ড ও অন্য পরিচয়পত্রের মধ্যে মৌলিক তফাৎ রয়েছে। খুব নামমাত্র অবস্থান, পরিচয় ও বায়োমেট্রিক ডেটা নাগরিকদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। আধার নম্বর একটি ইউনিক নম্বর ও তা কারও সঙ্গে মেলানো যাবে না।

Advertisement

আধার নিয়ে মোট ২৭ টি মামলা হয় । সেই মামলাগুলিকে একত্রিত করে সুপ্রিম কোর্ট মোট ৩৮দিন শুনানির পরে এদিন রায় দিল। ১২ সংখ্যার এই ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর ইতিমধ্যে অন্তত ১০০ কোটি ভারতবাসী ব্যবহার করতে শুরু করেছেন।

তবে আধার আইনের ৫৭ ধারাকে বতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট । এরফলে ব্যাঙ্ক, শিক্ষা প্রতিষ্ঠান মোবাইল, গ্যাসের সংযোগ থেকে শুরু করে নানা জায়গায়  তবে এদিনের রায়ের পর তা আর বাধ্যতামূলক রইল না।

বুধবার আধার কার্ডের সাংবিধানিক বৈধতাকে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিষয় উঠে এসেছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে। সরকারি প্রকল্প, প্যান কার্ডে যেমন আধার বাধ্যতামূলকঠিক তেমনই বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান  আধার চাইতে পারবে না, তা স্পষ্ট নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ।


শেয়ার করুন
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − 14 =