কলকাতা 

নিশ্চিত করে আমি সবাইকে বলছি মানুষ ধর্মঘট করবে,আমার বিশ্বাস মানুষ বনধের পক্ষে দাঁড়াবে : মুকুল রায়

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : বুধবার বাংলা বনধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। ইসলামপুরে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে বনধের ডাক দিয়েছে তারা। আর এই বনধকে বর্জন করার ডাক দিয়েছে শাসক দল তৃণমূল । আবার রাজ্য সরকার বনধ মোকাবিলায় সবরকম প্রস্তুতি নিয়েছে। এ নিয়ে বিজেপি-র রাজ্য সদর দপ্তরের সাংবাদিক বৈঠকে মুকুল রায় বলেন, “নিশ্চিত করে আমি সবাইকে বলছি মানুষ ধর্মঘট করবে। তাই বিজেপিকর্মী সমর্থকদের উদ্দেশ্যে আমি জানাতে চাই, বনধ সম্পর্কে মানুষকে সচেতন করুন। কিন্তু রাস্তায় নেমে কেউ গন্ডগোল করবেন না। রাস্তায় নেমে কেউ মারামারি করবেন না। কারণ, আমরা সন্ত্রাসবাদী দল নয়। সন্ত্রাসবাদী দল হলে সন্ত্রাসের মোকাবিলা সন্ত্রাসের মধ্য দিয়ে করতাম। আমরা মানুষের কাছে যাব। আমার বিশ্বাস মানুষ বনধের পক্ষে দাঁড়াবে। বনধ হবে কি হবে না তা সাধারণ মানুষ ঠিক করবে।

তিনি আরও বলেন”রাজনৈতিক দল হিসেবে বিজেপি তার রাজনৈতিক কার্যকলাপ করেছে। ধর্মঘটের দিন রাস্তায় নেমে যদি কোনও অশান্তি হয় তার দায়িত্ব পুরোটাই রাজ্য সরকারের।”

Advertisement

উত্তর দিনাজপুরের জেলা সভাপতি শংকর চক্রবর্তীর গ্রেপ্তারী প্রসঙ্গে মুকুল রায় বলেন, “এটা ফ্যাসিস্ট সরকারের একটা নিদর্শন। নন্দীগ্রামে রাস্তা কাটার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন পুলিশের সঙ্গে অসহযোগিতা করুন। আজ মুখ্যমন্ত্রী সরকারে এসে ফ্যাঁসিস্ট হয়ে গেছেন। তিনি তাঁর অতীত ভুলে গেছেন।”

রাজ্য বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আগামীকাল কলকাতায় দুটি মিছিল বের করা হবে। একটি মিছিল হবে উত্তর কলকাতায়, অন্যটি দক্ষিণ কলকাতায়। শ্যামবাজার থেকে একটি মিছিল ধর্মতলা যাবে। হাজরা থেকে অন্য আরেকটি মিছিল ধর্মতলা আসবে। শ্যামবাজারের মিছিলে নেতৃত্ব দিতে পারেন মুকুল রায়। হাজরা থেকে মিছিলের নেতৃত্ব দিতে পারেন দিলীপ ঘোষ।

 


শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 2 =