দেশ 

বিচারক লোয়ার মৃত্যুতে সিবিআই তদন্তের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নয়াদিল্লিঃ বিচারক বিএইচ লোয়ার মৃত্যুতে সন্দেহজনক কিছুই নেই। তাই তাতে সিবিআই তদন্ত নিষ্প্রয়োজন। লোয়ার  মৃত্যুতে সিবিআই তদন্তের আরজি খারিজ করে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতির মন্তব্য বরং এই ধরনের মামলা করে বিচারব্যবস্থাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।

প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি  ডিওয়াই চন্দ্ররচূড়ের ডিভিশন বেঞ্চ  বলেছে, বিচারক লোয়ার মৃত্যুতে বম্বে হাইকোর্টের বিচারপতিদের দিকে যেভাবে অভিযোগের আঙুল তোলা হয়েছে,  তাতে বিচার ব্যবস্থাকেই বদনাম করা হয়েছে। যুক্তি হিসাবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই আদালতের চারজন বিচারকের  মন্তব্য তুলে ধরেন। ওই বিচারকরা বলেছেন, বিচারক লোয়ার মৃত্যুতে সন্দেহের কোনও অবকাশ নেই। এব্যাপারে তাঁরা প্রয়োজনীয় নথিপত্রও দেখিয়েছেন। তাতে স্পষ্ট যে লোয়ার মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণেই। তাই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও রাজনৈতিক কারণে। তবে লোয়ার মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে মামলাকারী, বরিষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণ আজকের দিনটিকে ইতিহাসের কালো দিন বলে মন্তব্য করেছেন। সেই সঙ্গে আদালত ভুল রায় দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

Advertisement

উল্লেখ্য, ২০১৪ সালের শেষ দিকে একটি মামলার শুনানি চলছিল গুজরাটের একটি আদালতে।সেই মামলার প্রধান আসামী ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। সেই সময়েই মারা গিয়েছিলেন ওই আদালতের বিচারক বিএইচ লোয়ার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − four =