কলকাতা 

সারদা চিটফান্ডের তদন্তে এবার কুণাল- সোমনাথকে মুখোমুখি জেরা করল সিবিআই

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : ২০১৯-এর লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই চিটফান্ড তদন্তের গতি আসছে । সোমবার ফের তৃণমূলের প্রাক্তন সাংসদ ও সারদা গ্রূপের মিডিয়া শাখার সিইও কুণাল ঘোষ এবং সারদা মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট সোমনাথ দত্তকে মুখোমুখি বসিয়ে জেরা করল CBI-এর তদন্তকারী আধিকারিকরা।

বিশেষ সূত্রে জানা গেছে, সারদা মিডিয়ায় কুনাল ঘোষ সিইও ছিলেন। সোমনাথ ছিলেন ভাইস প্রেসিডেন্ট। পলিসি নির্মানের ক্ষেত্রে দুজনেরই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই কারণে তদন্তকারী আধিকারিকরা সোমনাথ দত্তকে এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করেন। দুজনের মধ্যে বেশ কয়েকবার চিঠি আদানপ্রদানের তথ্য সামনে এসেছে। কুণাল নয়টি চিঠি লিখেছিলন। সেই বিষয়েও আজ দুজনকে জেরা করা হয়।

Advertisement

এর আগে কুণাল ঘোষ এবং সোমনাথ দত্তকে আলাদা আলাদাভাবে জেরা করেছিল সিবিআই আধিকারিকরা এবার তাদের মুখোমুখি বসিয়ে জেরা করা হল। তাঁদের উত্তরের কোন অমিল রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন সিবিআই।

 


শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × one =