দেশ 

রাফালে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে ক্যাগকে বললেন অরুণ জেটলি

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাফাল চুক্তি বাতিল করার কোনো সম্ভাবনা নেই । বিরোধীরা যে অভিযোগ করছেন তা ভিত্তিহীন বলে দাবি করেছেন অর্থ মন্ত্রী অরুণ জেটলি ।একই সঙ্গে  কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদের বক্তব্য নিয়েও জেটলি মুখ খুলেছেন।জেটলি জানিয়েছেন, ক্যাগকে রাফালে চুক্তির বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। এনডিএ আমলে কী দাম রাখা হয়েছে ও ইউপিএ আমলে কী দাম ছিল তা খতিয়ে দেখবে ক্যাগ।

অনিল আম্বানিকে এই চুক্তিতে সঙ্গী করতে ভারত সরকারের তরফে অনুরোধ গিয়েছিল। এমনই বক্তব্য পেশ করেছিলেন প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ। যা নিয়ে এদিন অরুণ জেটলি স্পষ্ট বিরোধিতা করেন। ওলাঁদের দুটি বক্তব্য দুই রকম বলে দাবি করেন। তার আগে রিলায়েন্সের সংযুক্তি নিয়ে মুখ খুলেছেন রাহুল গান্ধীও। তবে ২০১২ সালে ড্যাসল্টের সঙ্গে রিলায়েন্সের মউ সাক্ষরিত হয়। ফলে রাহুলের অভিযোগকে পাল্টা জেটলি তথা বিজেপি হাতিয়ার করেছে।

Advertisement

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 − nine =