দেশ 

দেশের চৌকিদার (মোদি) অনিল আম্বানিকে দিয়ে চুরি করিয়েছেন ,রাফাল ইস্যুতে মোদীকে তোপ রাহুলের

শেয়ার করুন
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : সোমবার ফের রাফাল নিয়ে সুর চড়ান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। প্রধানমন্ত্রীর পাশাপাশি অরুণ জেটলিকেও আক্রমণ করেন তিনি। বলেন, “মোদিজি হাল (হিন্দুস্থান এরোনেটিকস লিমিটেড)-এর থেকে কন্ট্র্যাক্ট ছিনিয়ে অনিল আম্বানিকে দিয়েছেন। কিন্তু, অনিল আম্বানির কোম্পানি জীবনে কখনও যুদ্ধবিমান তৈরি করেনি। জওয়ানরা নিজের জীবন দান করেন, কিন্তু মোদিজি তাঁদের পকেট থেকে অর্থ চুরি করে অনিল আম্বানির পকেট ভরিয়েছেন।”

এদিন কংগ্রেস সভাপতি অরুণ জেটলিকেও আক্রমণ করেন। তিনি বলেন, “যুক্ত সংসদীয় কমিটি বসান, সব সত্যি বাইরে বেরিয়ে আসবে। কিন্তু, অরুণ জেটলির বস নরেন্দ্র মোদি তা করবেন না। তিনি শুধু বড় বড় ভাষণ দেন। কিন্তু রাফাল বা অনিল আম্বানি সম্পর্কে একটি মন্তব্যও করেন না। কারণ দেশের চৌকিদার (মোদি) অনিল আম্বানিকে দিয়ে চুরি করিয়েছেন।”

Advertisement

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় ফ্রাঁসোয়া ওঁলান্দকে জিজ্ঞাসা করা হয়েছিল, রিলায়েন্সকে অংশীদার হিসেবে কে বেছে নিয়েছে এবং কেন ? এর উত্তরে তিনি বলেছিলেন, “ভারত সরকার রিলায়েন্সের নাম প্রস্তাব করেছিল। সেকারণে ড্যাসল্টের কাছে রিলায়েন্সকে অংশীদার হিসেবে না নেওয়া ছাড়া আর কোনও বিকল্প ছিল না। ভারত সরকার এই গোষ্ঠীর নাম প্রস্তাব করে এবং ড্যাসল্ট কম্পানি অনিল আম্বানির সঙ্গে এবিষয়ে দর কষাকষি করে। যা আলোচনা হয়েছিল সেটা আমরা গ্রহণ করেছি।”

সোমবার আমেঠিতে রাহুল গান্ধী বলেন “ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে ‘চোর’ বলেছেন। এই নিয়ে মুখ খুলুন মোদিজি।” রাহুলের ‘চোর’ মন্তব্যের প্রতিবাদ করে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “সরকারে ফেরার মরিয়া চেষ্টা করছেন রাহুল গান্ধি। তাই এধরনের কথা বলছেন। আমাদের সরকারে কোনও দুর্নীতি নেই। তাঁর গোটা পরিবারই চোর।”


শেয়ার করুন
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × 4 =