জেলা 

অধিকারীদের গড়ে সাংসদ দিব্যেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে পোষ্টার , অভিযোগের তীর বিজেপি-র দিকে, ভাবমূর্তি কলুষিত করতে পরিকল্পনা মাফিক পোষ্টার দেওয়া হয়েছে দাবি বিজেপি-র

শেয়ার করুন
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : শুভেন্দুর গড়ে খোদ সাংসদ ও শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে পোষ্টার পড়ল । যুব মোর্চার নামে এই পোষ্টার পড়েছে । অভিযোগ উঠেছে এই পোষ্টার দেওয়ার পেছনে আছে বিজেপি । ওই পোষ্টারে লাল কালিতে লেখা রয়েছে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর মুন্ডু চাই । খোদ হলদিয়ার বুকে এই ধরনের পোষ্টার পড়েছে । আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । কিন্তু কেন এই পোস্টার? তাও উল্লেখিত  আছে ওই হুমকি-পোস্টারে। স্পষ্ট অক্ষরে লেখা- ‘কাঁথিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার কাণ্ডারি দিব্যেন্দু অধিকারীর মুন্ডু চাই।’ এই ঘটনায় অভিযোগ তির উঠেছে বিজেপির দিকে। দাবি উঠেছে দোষীদের গ্রেফতারির।

উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর কাঁথির রাস্তায় আক্রান্ত হন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির প্রায় ১৫টি গাড়িতে হামলা চালানো হয়। তার মধ্যে ছিল দিলীপ ঘোষের গাড়িও। নিগৃহীত হন দিলীপ ঘোষও। এই হামলার পিছনে তৃণমূলের দিকে আঙুল ওঠে। দিলীপ ঘোষ বলেন, সাংসদের উপস্থিতিতেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার সময় সাংসদ দিব্যেন্দু অধিকারী নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন

Advertisement

তৃণমূলের অভিযোগ, এদিন হুমকি-পোস্টারে ছত্রে ছত্রে বিজেপি সভাপতির সেই দাবি প্রতিফলিত হয়েছে। বিজেপির মদতে এই পোস্টার পড়েছে বলে অভিযোগ। অভিযোগ, বিজেপির যুব সংগঠনের নামেই পোস্টার। বিজেপি এর দায় এড়াতে পারে না। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির দাবি, তাঁদের ভাবমূর্তি কলুষিত করতেই পরিকল্পিতভাবে এই পোস্টার দেওয়া  হয়েছে।


শেয়ার করুন
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 1 =