বিজেপি-আরএসএস গোলমাল করলে পুলিশ কড়া পদক্ষেপ নেবে, বিজেপি –র ডাকা বাংলা বনধকে বর্জন করার আহ্বান পার্থের
নিজস্ব প্রতিনিধি : উত্তর দিনাজপুরের ইসলামপুরে ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে এবং পুলিশের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বুধবার বিজেপি যে বাংলা বনধ ডেকেছে তাকে বর্জন করার জন্য রাজ্যবাসী আহবান জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি ওইদিন সরকারি কর্মীদেরও কাজে আসার নির্দেশ দিলেন তিনি।
সোমবার নবান্নে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “সরকারি কর্মীদের কাজে আসতেই হবে। এই বিষয়ে শীঘ্রই নির্দেশিকা জারি হবে।” বিজেপি এবং আরএসএস গোলমাল পাকানোর চিন্তাভাবনা করছে এই কথা মনে করিয়ে পার্থবাবু বলেন, “বুধবার কোনোরকম গোলমাল হলে সবরকম ব্যবস্থা নেওয়া হবে।”
বন্ধের দিন বেসরকারি স্কুল-কলেজ খুলে রাখার পাশাপাশি বেসরকারি বাস এবং মিনিবাসকেও রাস্তায় নামার আর্জি জানিয়েছেন পার্থবাবু। ব্যবসায়ীদের দোকান খুলে রাখতে আবেদন করেছেন তিনি। সেই সঙ্গে বলেছেন, “কেউ দোকান খুলতে বাধা দিলে পুলিশ ব্যবস্থা নেবে।”
এ দিকে এই বন্ধের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ ও আইনজীবী ইদ্রিশ আলি। কলকাতা হাইকোর্টে আবেদনে তিনি বলেন, “একাধিক আদালত বন্ধকে বেআইনি ঘোষণা করেছে। তাই বিজেপির ডাকা এই বন্ধকেও বেআইনি ঘোষণা করুক আদালত।”