কলকাতা 

Bogtui Violence: ডিজি বলেছিলেন রাজনীতি নেই, তাহলে আনারুল অরাজনৈতিক ব্লক সভাপতি! কটাক্ষ সেলিমের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রামপুরহাট ব্লক সভাপতি আনারুল হোসেন গ্রেপ্তারি নিয়ে এবার তৃণমূল কংগ্রেস এবং রাজ্য পুলিশের ডিজিপিকে কটাক্ষ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘গ্রামবাসীরা বলার পরেও পুলিশ যায়নি। কারণ, আনারুল হোসেন পুলিশ পাঠায়নি। সেটা এসপি-র সামনেই বলছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তার মানে ও পুলিশকে কন্ট্রোল করত। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই। বিভিন্ন ব্লকে এরকম তৃণমূল নেতাদের ঠিক করা আছে, যারা গুণ্ডা কন্ট্রোল করে এবং পুলিশও কন্ট্রোল করে।’

Advertisement

সিপিএম রাজ্য সম্পাদক আরও বলেছেন, ‘ডিজি যে বলেছিলেন, এর মধ্যে রাজনীতির যোগ নেই, তাহলে আনারুল তৃণমূলের অরাজনৈতিক ব্লক সভাপতি! এই কারণেই আমরা বলেছি তৃণমূলের আরেক নাম তোলাবাজি কোম্পানি। তা না হলে রাজনীতির কোনও যোগ নেই, অথচ আনারুলকে ধরা হল মুখ্যমন্ত্রীর নির্দেশে! এটা বোঝা গেল, কে গ্রেফতার হবে আর কে গ্রেফতার হবে না, সেটা আইন বা অভিযোগের ভিত্তিতে হবে না। আমি যতদূর জানি, আজ সকাল পর্যন্ত পুলিশ এফআইআর নেয়নি। তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর এফআইআর নিয়েছে কি না জানি না। সকালেও মিহিলাল শেখের সঙ্গে আমার কথা হয়েছে। সে বলেছে, আমি থানায় যাব কীভাবে! আমার তো অভিযোগ নিচ্ছে না।’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ