দেশ 

সিকিমের প্রথম বিমান বন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সিকিম : পাহাড়ী রাজ্য সিকিমে কোনো বিমান বন্দর ছিল না । সোমবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বিমানবন্দরের উদ্বোধন করেন ।  প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইটে নতুন বিমানবন্দরের কিছু ছবি শেয়ার করা হয়। পাশাপাশি, সিকিম যাওয়ায় পথে সেখানকার পার্বত্য এলাকার ছবি টুইট করেন প্রধানমন্ত্রী।

বিমান বন্দর উদ্ধোবন করার পর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ক্রিকেট মাঠে খেলোয়াড়রা সেঞ্চুরি করে। এবার সিকিমে আমরা সেঞ্চুরি করলাম। দেশের ১০০তম বিমানবন্দর এটি। আগে পশ্চিমবঙ্গের বাগডোগরা হয়ে সকলকে সিকিম পৌঁছাতে হত। কিন্তু, এবার থেকে তার আর প্রয়োজন হবে না। এই বিমানবন্দরের মাধ্যমে অনেক সহজেই পৌঁছানো যাবে সিকিম। আগামী ১-২ সপ্তাহের মধ্যেই এখান থেকে গুয়াহাটি আর কলকাতার বিমান চালু হবে। কয়েক বছরের মধ্যে বিদেশের সঙ্গেও একে আকাশপথে জুড়ে দেওয়ার চেষ্টা করা হবে। আমাদের ইঞ্জিনিয়র ও শ্রমিকদের কর্মদক্ষতার অন্যতম নিদর্শন এটি। এজন্য আমি তাঁদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।”

Advertisement

গতকাল কেন্দ্রের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, “ইন্দো-চিন সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত প্যাকিয়ং বিমানবন্দর। ফলে, দেশের সুরক্ষার ক্ষেত্রে এটি বড় ভূমিকা নেবে। টেক অফ ও ল্যান্ডিংয়ের জন্য এই বিমানবন্দর ব্যবহার করতে পারবে ভারতীয় বায়ুসেনাও।”

প্যাকিয়ং বিমানবন্দর তৈরিতে খরচ হয়েছে ৬০৫ কোটি টাকারও বেশি। সিকিমে এই বিমানবন্দরের উদ্বোধনের ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগের থেকে অনেক কম সময়ে সেখানে পৌঁছানো যাবে। ফলে, পর্যটনক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

 


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − ten =