কলকাতা 

পঞ্চায়েতে ভালো কাজের পুরস্কার, বিশ্ব ব্যাঙ্ক থেকে ৪২৬ কোটি টাকা অনুদান পাচ্ছে রাজ্য

শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিজে নিউজ ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়ে হাইকোর্টে জটিলতা এখনও অব্যাহত। তার মধ্যেই সুখবর পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পঞ্চায়েতে ভালো কাজ করার জন্য বিশ্ব ব্যাঙ্ক থেকে ৪২৬ কোটি টাকা অনুদান পাচ্ছে রাজ্য সরকার। যা রাজ্যের মুকুটে এক নতুন পালক বলে বলা যেতেই পারে। আর পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে বিশ্ব ব্যাঙ্কের এই পুরস্কার যে শাসকদলের জন্য শুভ শঙ্কেত তা বলার অপেক্ষা রাখেনা।

পঞ্চায়েতে কোন রাজ্য কেমন কাজ করেছে, তার উপর একটি সমীক্ষা করেছিল বিশ্বব্যাঙ্ক। মূলত দশটি বিষয়ের উপর এই সমীক্ষা হয়। যাতে ভালো ফল করেছে রাজ্য। পঞ্চায়েত ব্যবস্থায় আধুনিকীকরণ ও সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দারুণ কাজ করেছে রাজ্য। দুই হাজার গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মহেশতলার একটি পঞ্চায়েত। দ্বিতীয় হিসাবে বেছে নেওয়া হয়েছে আলিপুর দুয়ারের রাজাভাতখাওয়ার একটি পঞ্চায়েতকে। তৃতীয় হয়েছে শিলিগুড়ির একটি পঞ্চায়েত। ভালো কাজের জন্য পুরস্কার বাবদ প্রত্যেকটি পঞ্চায়েত পাবে ৫০ লক্ষ টাকা বা তার বেশি করে অনুদান।

Advertisement

বলাবাহুল্য সাধারণ মানুষের কাছে সঠিক ভাবে পরিষেবা দেওয়া যেকোনও সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনেকটাই সফল। আর এই সফলতা পঞ্চায়েত নির্বাচনের আগে যে সরকারকে বাড়তি অক্সিজেন যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।

 


শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − fourteen =