জেলা 

আদিবাসীদের অবরোধ কর্মসূচির জেরে নাকাল নিত্যযাত্রীরা

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : আদিবাসীদের শিক্ষা-ভাষা সংক্রান্ত ও সামাজিক নানা দাবিতে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য রাজ্যজুড়ে রেল ও জাতীয় সড়ক অবরোধের ডাক দেওয়া হয় । যার জেরে আজ সোমবার সপ্তাহের প্রথম দিনের সকাল থেকে  এই অবরোধ কর্মসূচি ফলে চূড়ান্ত ভোগান্তি শিকার হয় সাধারণ মানুষ ।

ঝাড়গ্রাম  এই অবরোধ কর্মসূচির প্রভাব পড়ে ঝাড়গ্রামে। আজ সকাল ৬টা থেকে ঝাড়গ্রামের ৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন খেমাশুলিতে পথ অবরোধ ও রেল অবরোধ শুরু করে এই আদিবাসী সংগঠন ।

Advertisement

দক্ষিণ দিনাজপুর– এই জেলাতেও অবরোধের প্রভাব পড়েছে। আজ সকাল ৬ টায় হিলি থানার ত্রিমোহিনীতে তীর, ধনুক, বল্লম নিয়ে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন সংগঠনের শতাধিক সদস্য। আটকে পড়ে দূরপাল্লার যাত্রিবাহী বাস থেকে অন্য গাড়ি।

পুরুলিয়া – একই ছবি দেখা গেল পুরুলিয়াতেও। আজ সকাল থেকেই পুরুলিয়ার নিতুড়িয়া থানার হরিডি মোড়ের কাছে পুরুলিয়া-বরাকর ৫ নম্বর রাজ্য সড়ক, হুড়া থানার পুরুলিয়া -বাঁকুড়া ৬০(A) জাতীয় সড়ক ও পুরুলিয়া – মানবাজার সড়ক অবরোধ করেন আদিবাসীরা।

বীরভূম – এই জেলার মহম্মদবাজারের জয়পুরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসীরা। জাতীয় সড়ক অবরোধের ফলে যাত্রীবাহী বাস, লরি ও ট্রাক দাঁড়িয়ে পড়ে রাস্তার দু’ধারে।

হুগলি –  ভারত জাকাত মাঝি পারগানার গোঘাট শাখার কর্মীরা কামারপুকুর চৌমাথা অবরোধ করেন। তাঁদের সঙ্গে ছিল নানা ধরনের অস্ত্রশস্ত্র। ওই এলাকা দিয়ে চারটি জেলায় যান চলাচল করে। এই অবরোধের ফলে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

উত্তর দিনাজপুর –  ভারত জাকাত মাঝি পারগানা মহল সংগঠনের নেতা বাপী সোরেন বলেন, “আদিবাসী শিক্ষক সমাজ সরকারি কর্মচারীরা তাঁদের প্রাপ্য সুযোগসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সংবিধানে উল্লেখ থাকলেও পঞ্চম তপশিলি আইন আজও চালু হয়নি। এইসব দাবিপূরণের প্রশাসনিক আশ্বাস না মেলা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ কর্মসূচি চলবে।

পূর্ব মেদিনীপুর – এই জেলার পাঁশকুড়া, মেছোগ্রাম রাতুলিয়াতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েক হাজার আদিবাসী।  

পশ্চিম মেদিনীপুর – এই অবরোধ কর্মসূচির জেরে অবরুদ্ধ হয়ে পড়ে  খড়্গপুর, ঘাটাল, চন্দ্রকোনা, ক্ষিরপাই, শালবনি, কেশপুর, ডেবরা, নেকুরসনি নেড়াদেউল সংলগ্ন এলাকা। অবরোধ চলে জেলার একাধিক স্টেশনেও


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen + ten =