কলকাতা 

উত্তর দিনাজপুরের ইসলামপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় সিবিআই চেয়ে রাজ্যপালের দ্বারস্থ প্রদেশ কংগ্রেস

শেয়ার করুন
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : উত্তর দিনাজপুরের ইসলামপুরে পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে । আর এই মৃত্যু নিয়ে রাজ্যজুড়ে হইচই পড়ে গেছে । ২৬সেপ্টেম্বর বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি । বামেরা ছাত্র মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে । সদ্য প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পাওয়ার পরেই সোমেন মিত্র ছাত্র পরিষদকে নির্দেশ দিয়েছে উত্তর দিনাজপুরের নিহত দুই ছাত্রের পরিবারের পাশে থাকার ।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন ,খোদ মুখ্যমন্ত্রী নিজেই তদন্ত শেষ হওয়ার আগে বলে দিচ্ছেন পুলিশ গুলি চালায়নি । সুতরাং এখন আর তো রাজ্য সরকারের তদন্ত করার প্রয়োজন নেই । তাই তাঁরা সিবিআই তদন্তে দাবি জানাচ্ছে । রবিবার সন্ধ্যায় রাজভবনে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধিদল গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে উত্তর দিনাজপুরের দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত সহ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এক প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ জানিয়েছেন ।

Advertisement

প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন রাজ্য সভাপতি সোমেন মিত্র , সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ ও আইনজীবী সরদার আমজাদ আলী প্রমুখ । এক প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ আমজাদ আলী বলেন , বিজেপি-র ডাকা বনধকে সমর্থনের কোনো প্রশ্নই নেই ।

 


শেয়ার করুন
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 − 4 =