দেশ 

রাফাল নিয়ে কংগ্রেসের সমালোচনার জবাব দেওয়ার জন্য বিজেপি আসরে নামালেন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : রাফালে নিয়ে প্রচন্ড ব্যাকফুটে রয়েছে কেন্দ্রীয় সরকার । তাই রবিবার অরুণ জেটলিকে সামনে নিয়ে রাফাল নিয়ে কংগ্রেসের ছোঁড়া সমালোচনার উত্তর দিল বিজেপি । তিনি বলেন সত্য দুরকম হতে পারে না। ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ওলাঁদের দুরকম বক্তব্য প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ওলাঁদে প্রথমে বলেছিলেন চুক্তিতে রিলায়েন্সের জন্য প্রস্তাব দিয়েছিল ভারত। পরে প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি তাঁর অজ্ঞাত। এব্যাপারে ডসাল্টই কোনও মন্তব্য করতে পারবে।ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট বিতর্কিত মন্তব্য করেছেন বলে দাবি করে, জেটলি বলেছেন, ভারত কিংবা ফ্রান্সের সরকার, কেউই রাফালে নিয়ে চুক্তিতে শিল্পপতি অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্সকে বেছে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেনি।

ফ্রান্সের সংবাদ মাধ্যমে ওলাঁদে শুক্রবার বলেছিলেন, ভারত সরকারের তরফ থেকেই রাফালের প্রস্তুতকারক ডসাল্ট এভিয়েশনকে প্রস্তাব দেওয়া হয়েছিল রিলায়েন্স ডিফেন্সকে ভারতীয় সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করতে। এরপরেই ভারতের রাজনৈতিক মহলে ঝড় বয়ে যায়। বিজেপির তরফে রবিশঙ্কর প্রসাদ কংগ্রেসকে আক্রমণ করেন। এবার জেটলি নামলেন আক্রমণে।

Advertisement

কিন্তু ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট নিজের বয়ান বদল করেন। যখন তাঁকে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয়, ভারতের তরফ থেকেই কি রিলায়েন্সের নাম উল্লেখ করে ডসাল্টের সঙ্গে কাজ করার অনুরোধ করা হয়েছিল। সেই সময় ওলাঁদে জানান, বিষয়টি তাঁর অজ্ঞাত। এব্যাপারে ডসাল্টই কোনও মন্তব্য করতে পারবে।

জেটলি বলেছেন, ওলাঁদের প্রথম বক্তব্য নিয়েই সমস্যা তৈরি হয়েছিল। যেই বক্তব্যকে ফ্রান্সের সরকার এবং রাফালের প্রস্তুতকারক ডসাল্ট অস্বীকার করেছে।শনিবার ভারত সরকারের তরফ থেকে রিলায়েন্স ডিফেন্সকে বেছে নেওয়ার ক্ষেত্রে তাদের কোনও ভূমিকা থাকার কথা অস্বীকার করে। অন্যদিকে ফ্রান্সও জানায়, ভারতীয় শিল্পপতিকে বেছে নেওয়ার ক্ষেত্রে তাদের কোনও ভূমিকা নেই। ডসাল্টও জানায়, চুক্তিতে রিলায়েন্স ডিফেন্সকে বেছে নিয়েছিল তারাই।

 


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight − 1 =