কলকাতা 

দুই ছাত্রের মৃত্যুর তদন্তের আগেই রায় দিয়েছেন মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের তদন্তের আর প্রয়োজন আছে কি ? প্রশ্ন বিরোধী দলের নেতাদের

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : ইটালি সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামপুরের দাঁড়িভিটেয় ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশকে ক্লিনচিট দেওয়ার পরেই কলকাতায় সরব হয়েছে বিরোধীরা। বিরোধী দলের সব নেতাদের বক্তব্য, তদন্তের আগে স্বয়ং মুখ্যমন্ত্রী যখন পুলিশকে ‘ক্লিনচিট’ দিয়ে দিলেন তখন তদন্তের আর কোনও অর্থ হয় না।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘মুখ্যমন্ত্রীই রায় দিয়ে দিয়েছেন। তার পর তদন্তে কী হবে? তাই আমরা সিবিআই তদন্ত চেয়েছি।’’ আরএসএস নেতা জিষ্ণু বসুর চ্যালেঞ্জ, ‘‘রাজ্য ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ প্রমাণ করুক, নইলে ক্ষমা চাইতে হবে।’’

Advertisement

 প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পর কার ঘাড়ে ক’টা মাথা আছে অন্য কথা বলে!’’

 সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘তদন্তের শুরুতে এই মন্তব্য করলে তা প্রহসনে পরিণত হবে। তাই বিচারবিভাগীয় তদন্ত চাইছি আমরা।’’

 


শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seven − two =