জেলা 

মুখ্যমন্ত্রীকে ফের তীব্র ভাষায় আক্রমণ মুকুলের , দাঁড়িভিটের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপি নেতা মুকুল রায়

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে দুই  নিহত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করে মুকুল রায় ,মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রী বলে অভিহিত করেন। তিনি বলেন, এ বিষয়ে জ্যোতি বসুকেও হার মানাবেন। বিগত সাত বছরে তিনি সেই পরিচয় রেখেছেন।

শনিবার মুকুল রায়ের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল ইসলামপুরের দাঁড়িভিটে যায়। সেখানে নিহত ছাত্রদের পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি নেতারা। পরে সাংবাদিকদের কাছে মুকুল রায় দাঁড়িভিটের ঘটনায় নিরপেক্ষ তদন্তে জন্য সিবিআই তদন্তের দাবি করেন। মুকুল রায় থেকে লকেট চট্টোপাধ্যায় এক বাক্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। মুকুল রায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর নিয়েও কটাক্ষ করেন। প্রশ্ন তোলেন তিনি কত টাকার বিনিয়োগ এনেছেন রাজ্যে।

Advertisement

এবার মিলান থেকে ফিরে, তার হিসেব দিন মুখ্যমন্ত্রী। রাজ্যকে অশান্ত করে মুখ্যমন্ত্রী বিদেশ ভ্রমণে ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি। এইসব ঘটনার পিছনে রাজ্যের দুর্নীতি পরায়ন সরকারের হাত রয়েছে বলে অভিযোগ তাঁর। তিনি নিশানা করেন রাজ্যের পুলিশ প্রশাসনকে। তৃণমূল সরকার সম্পূর্ণ ব্যর্থ বলেও তাঁর অভিযোগ। মুকুল রায় শনিবার অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারের মতো আচরণ করছেন। তিনি ভুলে যাচ্ছেন একটা সময় ৩৬ ঘণ্টা বনধ ডেকেছিলেন। আর এখন ক্ষমতায় এসে মানুষের আন্দোলন অধিকার হরণ করছেন। মানুষের প্রতিবাদে ভাষাকে কেড়ে নিচ্ছেন।
উল্লেখ্য, ইসলামপুরে গুলিবিদ্ধ দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বাংলা বনধ ডেকেছে বিজেপি।


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 + fifteen =