আন্তর্জাতিক 

‘‘বিজেপি পুরোদস্তুর পরিকল্পনা করে ঘটনাটি ঘটিয়েছে, দুই ছাত্রের মৃত্যুর দায় বিজেপি-আরএসএসকে নিতে হবে’’ উত্তর দিনাজপুরে ছাত্র মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া

শেয়ার করুন
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : ইসলামপুরে দুই ছাত্রের মৃত্যু পুলিশের গুলিতে হয়নি বলে দাবি করে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘‘আরএসএস এবং বিজেপির প্ররোচনাতেই এই পরিণতি। বাংলায় সাম্প্রদায়িকতার আগুন ছড়াতে দেব না।’’ তাঁর  প্রশ্ন, শিক্ষক নিয়োগ নিয়ে ছাত্ররা মাথা গলাবে কেন? মোদী সরকারের ব্যর্থতা এবং রাফাল-সহ যাবতীয় কেলেঙ্কারি ঢাকতেই বিজেপি এ সব করছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতালিতে  অভিযোগ করেছেন।

শনিবার-ই ইতালির মিলানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘এখনও পর্যন্ত পুলিশের যা রিপোর্ট, তাতে ওই গুলি পুলিশের নয়। তা হলে গুলি এল কোথা থেকে? বোমাই বা কোথা থেকে এল? মুখে গামছা বেঁধে যারা তাণ্ডব চালিয়েছে, তারা আসলে কারা?’’ মুখ্যমন্ত্রীর দাবি, অশান্তি বাধাতে গুন্ডা ভাড়া করে আনা হয়েছিল।

Advertisement

একইসঙ্গে তাঁর প্রশ্ন, কোন শিক্ষক পড়াতে আসবেন, তা ছাত্ররা কখনও ঠিক করে কি? তাঁর কথায়, ‘‘বাংলা, সংস্কৃত শিক্ষকের বেলায় কোনও সমস্যা হল না। তা হলে উর্দু শিক্ষকের ক্ষেত্রেই সমস্যা দেখা দিল কেন? এক বিষয়ের শিক্ষক অন্য বিষয় পড়াতেই পারেন। বাংলার শিক্ষক কি কোথাও প্রয়োজনে ইংরেজি ক্লাস নেন না?’’ তিনি অভিযোগ করেন, ‘‘বিজেপি পুরোদস্তুর পরিকল্পনা করে ঘটনাটি ঘটিয়েছে। দুই ছাত্রের মৃত্যুর দায় বিজেপি-আরএসএসকে নিতে হবে।’’

মমতা বলেন, ‘‘লগ্নির খোঁজে আমি বছরে এক বার মাত্র বিদেশে যাই। কিন্তু রাজ্যের বাইরে, এমনকি দিল্লি গেলেও দেখি গোলমাল বাধানোর চেষ্টা করে বিজেপি, সিপিএম, কংগ্রেস। কিন্তু বাংলায় এমন ঘৃণ্য খুনের রাজনীতি আমরা বরদাস্ত করব না। পড়ুয়াদের প্রাণ খোয়ানোর দায় বিজেপি-আরএসএসকে নিতে হবে।’’ বিজেপিকে মমতার হুঁশিয়ারি, ‘‘আগুন নিয়ে খেলবেন না। বিহার, ঝাড়খণ্ড থেকে লোক ঢুকিয়ে অশান্তি করা বন্ধ করুন। হরিয়ানায় মেধাবী মেয়েকে কিছু দিন আগেই ধর্ষণ করা হয়েছে। আগে সেই বর্বরতার দিকে তাকান।’’

মুখ্যমন্ত্রী জানান, ইসলামপুরের ঘটনার প্রয়োচনায় যে সব বিজেপি-আরএসএস নেতা যুক্ত, তাঁদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের তরফে কোনও ভুল হয়েছে কি না, খুঁজে দেখতে বলা হয়েছে তা-ও। এর পরেও বন্‌ধ ডাকা আসলে বিজেপি, সিপিএম, কংগ্রেসের এক জোট হওয়ার চেষ্টা বলে কটাক্ষ করেছেন তিনি।

 


শেয়ার করুন
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 + five =