কলকাতা 

আসিফা হত্যার প্রতিবাদে গর্জে উঠল কলকাতার নাগরিক সমাজ

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরের কাঠুয়ায় নাবালিকা শিশু আসিফার প্রতি নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং, উন্নাও, সুরাটসহ দেশজুড়ে ধর্ষণ হত্যার বিরুদ্ধে সোচ্চার কলকাতার নাগরিক সমাজ। বুধবার বিকালে কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু, দলিত, মানবাধিকার সংগঠনের সদস্যরা এক ধিক্কার মিছিল করেন। মিছিলে যোগ দেন কয়েকশো মানুষ।
ধর্ষণ খুন নির্যাতনের প্রতিবাদে যখন সারা দেশ এক সারিতে দাঁড়িয়ে প্রতিবাদে সোচ্চার তখন অপরাধীদের আড়াল করতে বিজেপির বিধায়ক ও কর্মীদের জাতীয় পতাকা নিয়ে মিছিল দেশকে বিশ্বের দরবারে ছোট করেছে বলে মন্তব্য করেন মিছিলে অংশগ্রহণ করে সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান |

কাশ্মীরের কাঠুয়ায় ৮ বছরের শিশু আসিফার জন্য বিচারের দাবিতে সারা দেশের সঙ্গে বিশ্বজুড়ে শান্তিপ্রিয় মানুষ আওয়াজ তুলছে we want justice for asifa তখন প্রধানমন্ত্রীর নিরাবতা দোষীদের সাহস যোগাচ্ছে বলে আওয়াজ তোলেন মিছিলে অংশগ্রহণ কারীরা।
মিছিলে অংশগ্রহণকারীদের অন্যতম রাজ্য বন্দি মুক্তি কমিটির ছোটন দাস, SDPI এর তায়েদুল ইসলাম, অধ্যাপক ড. আফসার আলী, মাওঃ আব্দুল মোমেন প্রমুখগন।

Advertisement

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 + 15 =