কলকাতা 

নব-নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতিকে শুভেচ্ছা জানালেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : প্রদেশ কংগ্রেস সভাপতি পদে দীর্ঘ ২০ বছর পর দায়িত্ব পেলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র । তাঁর কাছে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব পাওয়া নতুন কিছু নয় । ১৯৯২-৯৮ সাল পর্যন্ত তিনি একটানা প্রদেশ সভাপতি ছিলেন । পরে অবশ্য ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে অপ্রত্যাশিত ফল করার ফলে তিনি প্রদেশ সভাপতির পদ থেকে পদ ইস্তাফা দেন । তারপরও  বেশ কয়েক বছর প্রদেশ কংগ্রেসকে মূলত সোমেন মিত্রই চালাতেন । প্রণব মুখার্জি প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকাকালীন সময়েও সোমেন মিত্র প্রদেশ কংগ্রেসকে নিয়ন্ত্রণ করতেন । বর্তমানে তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী ও বিধায়ক-সাংসদ সোমেন মিত্রের নেতৃত্বে রাজনীতি করেছেন ।

শুক্রবার প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে সোমেন মিত্রের নাম ঘোষণা হওয়ার  পর এক সময়ের সহকর্মী সুব্রত মুখোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন । তিনি সাংবাদিকদের বলেছেন, সোমেন মিত্র এর আগেও প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন । সুতরাং এটা তাঁর কাছে নতুন কোনো দায়িত্ব নয় । তিনি আশা প্রকাশ করেছেন , দেশ থেকে বিজেপিকে হটানোর জন্য সবাইকে সম্মিলিতভাবে লড়াই করতে হবে । সেই লড়াই-এ বর্তমান প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন , মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এই রাজ্য থেকে সিপিএমকে হঠাতে সক্ষম হয়েছেন , একইভাবে আমরা সম্মিলিতভাবে বিজেপিকে হঠাতে পারব ।

Advertisement

শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 1 =