কলকাতা 

রাজ্য সরকার অনুমতি না দিলেও রথযাত্রা হবে , বাধা দিলে তীব্র আন্দোলনের হুমকি বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্য সরকার অনুমতি না দিলেও রথযাত্রা হবে, বলে হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রথযাত্রায় বাধা দিলে সংঘর্ষের পথে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। তিনি আরও বলেন, “রথযাত্রা কর্মসূচিতে প্রশাসন অনুমতি না দিলে আইনের রাস্তাও খোলা আছে।”

৩, ৫ ও ৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে তিনটি জায়গা থেকে রথযাত্রা বের করা হবে। রথযাত্রা কর্মসূচি সূচনার কথা অমিত শাহ-র। লোকসভা ভোটের প্রস্তুতির জন্য বৈঠক করতে রবিবার রাজ্যে আসছেন বিজেপি-র কেন্দ্রীয় নেতা মুক্তার আব্বাস নকভি। কলকাতায় রাজ্য নেতাদের সঙ্গে তিনি লোকসভা ভোট ও রথযাত্রা কর্মসূচি নিয়ে আলোচনা করবেন। ২৯ ও ৩০ সেপ্টেম্বর দলের সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র দলের সোশাল মিডিয়ার কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। ভোটের আগে সোশাল মিডিয়ায় কীভাবে প্রচার হবে তা নিয়ে কর্মীদের প্রশিক্ষণ দেবেন তিনি।

Advertisement

রথযাত্রাকে সামনে রেখে বিজেপি এই রাজ্যে লোকসভা ভোটের সূচনা করতে চলেছে । রাজ্যের সব লোকসভা ও বিধানসভা এলাকা দিয়ে এই রথ যাবে । এবারে রাজ্য বিজেপি-র এই রথযাত্রায় দলের একঝাঁক কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি থাকবে কেন্দ্রীয় মন্ত্রীরা । এমনকি , উত্তরপ্রদেশৈর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং  ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও এই রথযাত্রায় আনা হতে পারে বলে জানা গেছে ।

 

 


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × 3 =