কলকাতা 

ইউজিসি-র নির্দেশ মেনে সার্জিক্যাল স্ট্রাইক দিবস পালন করবে না রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি জানালেন শিক্ষামন্ত্রী

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর, সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে সার্জিকাল স্ট্রাইক চালিয়ে ভারতীয় সেনা , একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। সেই দিনটিকে স্মরণ করে ২৯ সেপ্টেম্বর সার্জিকাল স্ট্রাইক দিবস পালন করতে বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিয়েছে ইউজিসি। কিন্তু, রাজ্য সরকার এই দিন পালন করবে না বলে জানিয়ে দিয়েছে ।  বৃহস্পতিবার সেকথা স্পষ্ট করে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

ইউজিসি-র সেক্রেটারি রজনীশ জৈন সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়েছেন। চিঠিতে সার্জিকাল স্ট্রাইক দিবস পালনের কথা বলেছেন তিনি। কীভাবে ওই দিনটিকে পালন করতে হবে, সেই নির্দেশিকাও চিঠিতে আছে।

Advertisement

কিন্তু, রাজ্যে ইউজিসি-র নির্দেশ পালন করা হবে না বলে গতকাল জানিয়ে দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “এতদিন জানতাম সেনাবাহিনী রাজনীতির ঊর্ধ্বে। বিজেপি এখন সেনাবাহিনীর সাফল্য নিয়ে রাজনীতি করছে। সেনাকে কীভাবে সম্মান জানাতে হয়, আমরা সেটা জানি। এটা ওদের শেখা দরকার।”


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 + ten =