আন্তর্জাতিক 

অ্যাভেন ফিল্ড দূনীর্তি মামলায় উচ্চ-আদালতের নির্দেশে জামিন পেলেন পাকিস্থানের প্রাক্তন প্রধান মন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে-জামাই

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফ, তাঁর মেয়ে ও জামাইয়ের কারাদণ্ড খারিজ করে দিল ইসলামাবাদ হাইকোর্ট। পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে,  আদালতের রায়ের পর নওয়াজ় শরিফ, মারিয়ম নওয়াজ় ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মহম্মদ সফদারকে কারাগার থেকে খূব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে ।

বিচারপতি আথার মিনাল্লাহ ও বিচারপতি মেইনগুল হাসান ঔরঙ্গজ়েবের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজ় শরিফকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল পাকিস্তানের দুর্নীতি বিরোধী আদালত। একই অপরাধে নওয়াজ় শরিফের কন্যা মারিয়ম নওয়াজ়কে সাত বছরের সাজা দিয়েছিল আদালত। তদন্তে সহযোগিতা না করার অপরাধে একবছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল নওয়াজ় শরিফের জামাই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মহম্মদ সফদারকে।

Advertisement

এই সাজাকে চ্যালেঞ্জ করে ইসলামবাদ হাইকোর্টে পিটিশন দাখিল করা হয়েছিল। ওই পিটিশন গ্রহণ করে আজ নওয়াজ় শরিফ, মারিয়ম শরিফ ও মহম্মদ সফদারের কারাদণ্ড বাতিল করে দ্রূত মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে  ইসলামাবাদ হাইকোর্ট।


শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

9 − nine =