জেলা 

দক্ষিণ দিনাজপুরে অধিকাংশ এটিএমে টাকা নেই, চরম ভোগান্তিতে আমজনতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ  নোট বাতিলের পর থেকেই এটিএম গুলিতে বোর্ডে লেখা নো ক্যাশ দেখতে অভ্যাস্থ হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলাবাসী। আবারও  সেই দৃশ্যের যেন  পুনরাবৃত্তি ঘটলো জেলা জুড়ে। বুনিয়াদপুর, গঙ্গারামপুর, বালুরঘাট সহ জেলার অন্যান্য অধিকাংশ এটিএম গুলিতে মিলছে না টাকা। বেশীরভাগ এটিএম গুলির বাইরে ঝোলানো রয়েছে নো ক্যাশ-এর বোর্ড। ফলে নিজের জমানো ব্যাঙ্কে রাখা টাকা প্রয়োজন পড়লেও তুলতে না পারায় হয়রানির শিকার হচ্ছে গ্রাহকরা। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রোগির জন্য প্রয়োজনীয় ওষুধ কিনতে আসা এলাকার এক বাসিন্দা দীপায়ন সিং জানান, ‘রাত্রে ওষুধ কিনতে এসেছিলাম। ভেবেছিলাম এটিএম কার্ড দিয়ে টাকা তুলে হাসপাতালে ভর্তি আমার স্ত্রীর জন্য ওষুধ কিনে নিয়ে যাব। কিন্তু এসে দেখি এটিএম-এ টাকা নেই।’ তিনি আরও বলেন, ‘ পায়ে হেটে এক এটিএম থেকে আর এক এটিএম-এ ঘুরে বেড়িয়েছি টাকার সন্ধানে কিন্তু টাকা পাই নি। শেষে একজনের থেকে টাকা ধার করে স্ত্রীর জন্য ওষুধ কিনে তারপর ফিরি।’ এটিএম-এ টাকা তুলতে এসে টাকা না পাওয়া এক প্রৌঢ় বলেন, ‘ আগের বার মোদী লাইনে দাঁড়াতে বলেছিল টাকার জন্য তখন দাঁড়িয়েও ছিলাম। এখন আবার টাকার সন্ধানে এক এটিএম থেকে আর এক এটিএম-এ ঘুরছি।’ এদিকে নিজের জমানো টাকা নিজে তুলতে না পেরে যখন সমস্যায় সাধারণ মানুষ তখন জেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্তারা মুখে কুলুপ এঁটেছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 4 =