কলকাতা 

হারিয়ে যাওয়ার নথির সন্ধানে সিবিআইয়ের নজরে এবার অর্ণব ঘোষ

শেয়ার করুন
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : ২০১৩ সালে সারদা কেলেঙ্করির অন্যতম তদন্তকারী অফিসার, সে সময়কার বিধাননগর কমিশনারেটের ডিসি (ডিডি)  অর্ণব ঘোষকে সারদা মামলায় তলব করল সিবিআই। বর্তমানে তিনি মালদা জেলার পুলিশ সুপার পদে রয়েছেন ৷ এবার তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই৷ অন্যদিকে মঙ্গলবার সারদা মামলার প্রথম তদন্তকারী অফিসার দেবব্রত বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই৷

সারদা গ্রূপের কর্ণধার সুদীপ্ত সেনকে যখন কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেপ্তার করা হয়, সেই সময় গ্রেপ্তার করা থেকে সমস্ত তদন্তের দেখভালের দায়িত্বে ছিলেন দেবব্রত বন্দ্যোপাধ্যায়। এর আগে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দু’বার নোটিস দিয়েছিল সিবিআই।

Advertisement

অবশেষে অবসরপ্রাপ্ত দেবব্রতবাবু মঙ্গলবার সল্টলেকের সিবিআই দফতরে হাজিরা দেন৷ সূত্রের খবর, সারদা মামলা সংক্রান্ত বেশকিছু প্রশ্নের উত্তর পেতে তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই তদন্তকারী অফিসাররা৷ তাঁর বয়ানও রেকর্ড করে সিবিআই৷অন্যদিকে সারদাকান্ড প্রকাশ্যে আসার পর রাজ্য সরকার সিট গঠন করে তদন্ত শুরু করে৷ তার নেতৃত্বে ছিলেন বর্তমান কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার। সে সময় বিধাননগর কমিশনারেটের ডিসি (ডিডি) ছিলেন অর্ণব ঘোষ।

সিবিআই সূত্রের খবর, অর্ণব ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সারদা কেলেঙ্কারির তদন্তের বিষয়ে বিভিন্ন খুঁটিনাটি জানতে চায় তদন্তকারী অফিসাররা। সারদাকান্ডে অনেক নথি এখনও অমিল। অর্ণব বাবুকে জিজ্ঞাসাবাদ করে সেসব ‘হারিয়ে যাওয়া’ নথির খোঁজ পেতে চায় সিবিআই।

 

 


শেয়ার করুন
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 + 11 =