কলকাতা 

চারদিনেও বাগরির আগুন নিয়ন্ত্রণে না আসায় মুখ্যমন্ত্রীকে তোপ অধীরের , দমকল মন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিমান বসু

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : ‘‘ব্যবসায়ীরা যখন ট্যাক্স দিচ্ছে, লাইসেন্স ফি দিচ্ছে তখন খুব মজা লাগছে৷ এরপর আগুন নেভানোর দায়িত্ব এলেই গুন্ডা হয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা ।” মঙ্গলবার বাগরি মার্কেট পরিদর্শন করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি এই মন্তব্য করেন । তিনি আরও বলেন ,জার্মানিতে বসে বড়বাজারের ব্যবসায়ীদের গুন্ডা বলার অধিকার মুখ্যমন্ত্রীকে কেউ দেয়নি৷’’ রাজ্য সরকার কলকাতা পুরসভা অগ্নিকাণ্ডের ঘটনার দায় ঝেড়ে ফেলতে চাইছেন বলেও এদিন দাবি করেন তিনি৷

উল্লেখ্য, বর্তমানে বিদেশ সফরে রয়েছেন মুখমন্ত্রী৷ সেখানেই বাগরি প্রসঙ্গ উঠে আসে৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অনেক সময় পুরসভা দমকল ব্যবসায়ীদের সতর্ক করলেও তারা তা মানে না৷ হঠাৎ করে আগুন লাগলে তার দায় কেন রাজ্য সরকার বা পুরসভা নেবে?’ মঙ্গলবার জ্বলতে থাকা বাগরি মার্কেট ঘুরে দেখেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে৷ জ্বলন্ত মার্কেটের সামনে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে তোপ দেগে অধীর চৌধুরী বলেন,’’ মুখ্যমন্ত্রী বাংলায় বিদেশী লগ্নির আহ্ববান জানালেও তা আসবে না বলে আশঙ্কা করেছেন অধীরবাবু৷ তাঁর সাফকথা,‘‘চারদিন ধরে আগুন নেভাতে পারা যাচ্ছে না৷ শিল্পপতিরা যখন দেখবেন কলকাতার মত একটা শহরে চারদিনে একটা বিল্ডিংয়ের আগুন নেভে না তখন কেউ এখানে আসতে চাইবে না৷’’

Advertisement

প্রদেশ কংগ্রেস সভাপতির সুরে সুর মিলিয়েই এদিন বাগরি আগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷ বিভিন্ন দুর্ঘটনার জন্য মমতা বাম সরকারকে দায়ী করেন৷ বিমান বসু সেই অভিযোগ উড়িয়ে বলেন, ‘‘ছাড়পত্র দেওয়ার মাত্র দেড় মাসের মধ্যে দুর্ঘটনার নজির অত্যন্ত বাম আমলে নেই৷’’ বিমানবাবু বলেন ,বাগরিতে আগুন লাগার জন্য এবং সেই এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে না আনতে পারার কারণে দমকল মন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি৷


শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × two =