দেশ 

হিন্দু রাষ্ট্রে আমাদের কোনও মুসলিম মানুষ থাকবে না, এটা আমরা চাই না , মুসলিম না থাকলে , হিন্দুত্বও থাকবে না : মোহন ভাগবত

শেয়ার করুন
  • 69
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : সংঘ কী এবার তাদের অবস্থান বদলাচ্ছে । নাকী ২০১৯-এ একক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার ছক কষছে ? তা না হলে কট্টর সংঘ প্রধানের মুখে মুসলিম সম্পর্কে এই উলাট পূরাণ কেন ?

ভারত হিন্দু রাষ্ট্র হলেও এখানে মুসলিমদের থাকতে কোনো বাধা নেই । এটা কোনো বিশেষ রাজনৈতিক দলের বক্তব্য নয় খোদ আরএসএস প্রধান মোহন ভাগবত এই মন্তব্য করেছেন । তবে তিনি এও বলেছেন ভারত হল হিন্দু রাষ্ট্র । সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের পক্ষ থেকে সংঘ প্রধান মোহন ভাগবতের বক্তব্যের সিরিজ প্রকাশ করা হয়েছে । সেই বক্তব্যে হিন্দু রাষ্ট্রে মুসলিমদের অবস্থান সম্পর্কে মোহন ভগবতের বক্তব্য জানা গিয়েছে।

Advertisement

সংঘ প্রধান মোহন ভগবত বলেছেন, “আমরা বলি যে আমাদের হিন্দু রাষ্ট্র। হিন্দু রাষ্ট্রে আমাদের কোনও মুসলিম মানুষ চাই না, এমন কিন্তু একদম নয়।” হিন্দু রাষ্ট্রে মুসলিম থাকতে পারবে না এমন কোনও ভাবনাও যে সংঘের নেই তাও স্পষ্ট হয়ে গিয়েছে মোহনের কথায়।হিন্দু রাষ্ট্রে হিন্দুত্ববাদের কেমন অবস্থান হওয়া উচিত তাও জানিয়েছেন মোহন ভগবত। তাঁর কথায়, “যেদিন বলা হবে যে এখানে মুসলিম দরকার নেই, সেদিন হিন্দুত্ব আর থাকবে না।”


শেয়ার করুন
  • 69
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 3 =