আন্তর্জাতিক 

বাগরি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে না আসায় ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী, মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : বাগরি মার্কেটের আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ১১ সদস্যের মন্ত্রীগোষ্ঠীর বৈঠকের পর বিদেশ সফরে থাকা মুখ্যমন্ত্রীকে বাগরি মার্কেট নিয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয় । বুধবার এনিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন তিনি।

জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকেই বাগরি মার্কেট পরিস্থিতির পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিগোষ্ঠীর থেকে পাওয়া রিপোর্টের পর তিনি বলেন, তিনি ব্যবসার বিরুদ্ধে নন। তবে বাগরি মার্কেটের সিঁড়ি এমন কী বাথরুম পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়েছিল বলে তিনি রিপোর্ট পেয়েছেন। সেখানে গাড়ি চলাচলের কোনও জায়গাই নেই। কী ভাবে সেখানে অগ্নি নিরুপণের ও নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী ইঙ্গিত করেছেন, পুলিশ এবং দমকলের পক্ষ থেকে বাগরি মার্কেটের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদিও এবিষয়ে মালিক পক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।রবিবার মুখ্যমন্ত্রী বিদেশ সফর শুরু করেন। এই সফর শুরুর আগেই ভোররাতে সেখানে আগুন লাগে। মুখ্যমন্ত্রী বিমানবন্দরে জানান, আগুন তো লাগতেই পারে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলবে আসবে। এরপর মন্ত্রী ফিরহাদ হাকিম ঘটনাস্থল পরিদর্শনে গেলে সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখান, বাগরি মার্কেটের ব্যবসায়ীরা।

 

 


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × four =