দেশ 

প্রযুক্তিকে সঙ্গী করে সোস্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে জনসংযোগ করার পাশাপাশি এবার বাড়ি-বাড়ি চা খেতে যাবেন বিজেপি কর্মীরা, প্রচার করবেন মোদীর সাফল্য

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : প্রযুক্তিকে কাজে লাগিয়ে এক অনবদ্য প্রচারে আগামী লোকসভা নির্বাচনে বাজিমাত করতে চলেছে কেন্দ্রের শাসক দল বিজেপি । সোস্যাল মিডিয়ার পাশাপাশি জনসংযোগকে আরও বেশি করে যুক্ত করার দাওয়াই দিয়েছেন অমিত শাহ । সেই দাওয়ায় পাঠকদের সামনে তুলে ধরা হল ।

২০১৯-এর সাধারণ নির্বাচনে জিততে বিজেপির সর্বভারতী সভাপতি অমিত শাহের মস্তিস্ক প্রসূত সূত্র এই ছকের পদ্ধতি একটু আলাদা। প্রয়োগটাও ভিন্ন। অমিত শাহ নির্দেশ দিয়েছেন,দলের প্রত্যেক কর্মীকে নিজের এলাকার অন্তত ২০ টি বাড়িতে গিয়ে চা খেতে হবে এবং চা খাওয়ার সময় নরেন্দ্র মোদী সরকারের সাফল্যের কথা তুলে ধরতে হবে। এমন পদ্ধতিইতেই বাজিমাত করতে চাইছেন অমিত শাহ । পরের পাঁচ বছরের জন্য ক্ষমতায় টিকে থাকতে সরকারের সাফল্য তুলে ধরার জন্য দলের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। এরজন্য প্রত্যেক বুথে দশজন যুবককে চিহ্নিত করতে বলা হয়েছে বলে সূত্রের খবর। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সাংসদ, বিধায়ক, স্থানীয় এবং বুথ পর্যায়ের কর্মীদের বলা হয়েছে সরকারের প্রকল্পগুলি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে। জনগণ তথা ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেই এক কাজ সম্ভব বলেই মন্তব্য করা হয়েছে। প্রচারে থ্রি-ডি প্রযুক্তির সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে থ্রি-ডি প্রযুক্তির মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে যাবেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী।

Advertisement

বর্তমান পরিস্থিতিতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে চায় কেন্দ্রের শাসকদল। নমো অ্যাপে বুথ পর্যায়ের কর্মীদের মাধ্যমে স্থানীয় আরও সাধারণ মানুষকে যুক্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০১৯-এর ভোটকে সামনে রেখে। সূত্রের খবর অনুযায়ী, প্রত্যেক ভোট কেন্দ্র এলাকা থেকে ১০০ জনকে নমো অ্যাপ-এ যুক্ত করার টার্গেট রেখেছে। একইসঙ্গে প্রত্যেক ভোট কেন্দ্র থেকে ২০ জন নতুন বিজেপি সদস্যকে নমো অ্যাপে যুক্ত করার টার্গেটও নেওয়া হয়েছে। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের পর বিজেপি নেতা-কর্মীদের সাধারণের ঘরে ঘরে যাওয়ার প্রচারকে জোরদার করতে বলা হয়েছে।


শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × three =