কলকাতা 

বাগরি মার্কেট পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভে মুখে বাড়ির মালিককে গ্রেপ্তারের নির্দেশ মন্ত্রী ফিরহাদ হাকিমের , দুদিনের মধ্যে পুলিশ ও দমকলকে তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ মন্ত্রীগোষ্ঠীর, কাল নবান্নে আবার বৈঠক

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : বাগরি মার্কেটের আগুন নেভেনি এখনও। এখনও নেভেনি বাগরি মার্কেটের ব্যবসায়ীদের মনের আগুনও। সোমবার অগ্নিকাণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখতে  গিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ শুনে বাগরির মালিককে গ্রেফতারির নির্দেশ দিলেন ফিরহাদ।এদিন মন্ত্রী ফিরহাদের সামনেই বাগরির মালিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ব্যবসায়ীরা। মালিককে গ্রেফতারের দাবি জানাতে থাকেন। এছাড়াও জলের লাইন-সহ নানাবিধ অভিযোগ জানান। জলের লাইন করার জন্য তাঁদের কাছে থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হয় বলেও অভিযোগ জানান বাগরির ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের কাছে নানাবিধ অভিযোগ শুনে ঘটনাস্থল থেকেই পুরমন্ত্রী ওসিকে নির্দেশ দেন মালিককে গ্রেফতারের।

সোমবারও  জ্বলছে বাগরি মার্কেট। বিভিন্ন জায়গা থেকে আগুন ছড়িয়ে পড়ছে। তার উপর দেখা দিয়েছে জলসংকট। কেননা শনিবার রাত আড়াইটে থেকে আগুন জ্বলছে। সমানে চলছে জলের জোগান। সেই জোগানও বিভিন্ন ক্ষেত্রে শেষ হয়ে যাচ্ছে। ফলে আগুন নেভানো সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। রাতভর দমকল কর্মীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Advertisement

তাঁদের সঙ্গে মন্ত্রী, সরকারি আধিকারিকরাও উপস্থিত থেকে অগ্নিনার্বাপনের কাজে তদারকি করছেন। লাগাতার মন্ত্রী-আমলারা রয়েছেন দমকলকর্মীদের পাশে। আগুনের সঙ্গে যুদ্ধ চলছেই। কিন্তু ধ্বংসের হাত থেকে বাগরিকে রক্ষা করা অসম্ভব প্রায় । এদিকে জানা গেছে আজ নবান্নে মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দুদিনের মধ্যে দমকল ও কলকাতা পুলিশ আলাদা আলাদা ভাবে তদন্ত করে রিপোর্ট পেশ করবে । আগামী কাল আবার বাগরি কান্ড বৈঠকে বসবে মন্ত্রীগোষ্ঠী । উল্লেখ্য , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে থাকায় রাজ্যের আপতকালীন পরিস্থিতি দেখার ভার ১১ সদস্যের মন্ত্রীগোষ্ঠীর উপর রয়েছে ।


শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seven − 2 =