কলকাতা 

নারদ কান্ডে অভিযুক্ত মুকুল রায় নিজের কন্ঠস্বরের নমুনা সিবিআই-র কাছে জমা দিলেন

শেয়ার করুন
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : সিবিআই দপ্তরে গিয়ে নিজের কন্ঠস্বর জমা দিলেন বিজেপি নেতা মুকুল রায় । নারদে অভিযুক্তদের কন্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআই । সেই নির্দেশ মত প্রাক্তন তৃণমূল সাংসদ ও বিজেপি দলের কার্যকমিটির সদস্য মুকুল রায় কন্ঠস্বরের নমুনা জমা দিয়েছেন । ইতিমধ্যে আদালত নারদ তদন্তে অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে । তাই সিবিআইয়ের পক্ষ থেকে নারদ কেলেংকারীর তদন্ত দ্রূত শেষ করার চেষ্টা হচ্ছে ।

এই তদন্তে প্রধান প্রতিবন্ধক হচ্ছে কন্ঠস্বরের নমুনা পরীক্ষা । সব অভিযুক্তকে কন্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তাদের মধ্যে মাত্র ৫ জন কন্ঠস্বরের নমুনা সিবিআইকে দিয়েছেন।

Advertisement

১২ জনের মধ্যে মাত্র ৫ জন কন্ঠস্বরের নমুনা জমা দিলেও বাকী সাতজন এখনও জমা দেননি । যারা জমা দেননি তাদের জন্র বিকল্প চিন্তাভাবনা শুরু করেছে সিবিআই । জানা গেছে অভিযুক্ত সাতজনের কন্ঠস্বরের নমুনা লোকসভা টিভি এবং সংবাদ-মাধ্যমের কাছ থেকে নেওয়ার চেষ্টা করছে সিবিআই । এই কন্ঠস্বরের নমুনা সব পাওয়া গেলেই তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে । তারপরেই তৈরি হবে চূড়ান্ত রিপোর্ট তা জমা দেওয়া হবে আদালতে ।

 

 

 


শেয়ার করুন
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 − seven =