কলকাতা 

শিক্ষকদের কিছুটা দেশের কাজ করা উচিত সরকার পক্ষের আইনজীবীর সওয়ালের উত্তরে বিচারপতি বক্তব্য দুটি কাজের মধ্যেই ভারসাম্য এনে মধ্যবর্তী কিছু ভাবতে হবে , বিচারপতি নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন “আপনারা Excellence চান না Election ? ভোটের কাজ নিয়ে প্রাথমিক শিক্ষকদের মামলার শুনানীতে বিচারপতির পর্যবেক্ষন

শেয়ার করুন
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক :  ভোটার তালিকা সংশোধনের জন্য DO/BLO/SUPERVISOR হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ করা হয়ে থাকে । কিন্ত এবছর টানা দুমাস ধরে ভোটের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষকদের । এনিয়ে নদীয়া জেলার তরুণ শিক্ষক শাশ্বত ঘোষ স্থানীয় বিডিও প্রশ্ন করায় । বিডিও তাঁর উপর ক্ষুদ্ধ হন এবং কমিশনের নির্দেশ অমান্য করছে এই অভিযোগে স্বয়ং বিডিও ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ করে তার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে শিক্ষক সমাজ প্রতিবাদে সামিল হন।

শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ নামে এক সংগঠনও গড়ে উঠে । এই সংগঠনের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে সুবিচার চেয়ে প্রাথমিক শিক্ষকরা আবেদন করেন । সেই মামলার শুনানীতে আদালত বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেছে ।

Advertisement

শুক্রবার শুনানীতে অংশ নিয়ে আবেদনকারীদের আইনজীবী ফিরদৌস শামিম আদালতে সামনে শিক্ষকদের সমস্যাগুলি তুলে ধরার চেষ্টা করেন ।

অন্যদিকে শুনানির সময় বিডিও-র পক্ষের আইনজীবী বলেন, যে সময়টা ওই কাজ হবে সেই সময়ে দুমাসের মধ্যে প্রায় ৩১ দিন স্কুল ছুটি থাকবে। তাই পঠনপাঠনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। সূত্রের খবর তখন বিচারপতি তপব্রত চক্রবর্তীকে সরকার পক্ষের আইনজীবি বলেন, শিক্ষকদের কিছু কাজ দেশের জন্য করা উচিৎ। ভোটের এই কাজটিও সেরকমই একটি কাজ। তখন বিচারপতি বলেন দুটি কাজের মধ্যেই ভারসাম্য এনে মধ্যবর্তী কিছু ভাবতে হবে! বিচারপতি নির্বাচন কমিশন কে বলেন “আপনারা  Excellence চান না Election?”

একই সঙ্গে বিচারপতি নির্দেশ দেন, সরকারকে অবিলম্বে  জানাতে হবে এই কাজে রাজ্যে কত প্রাথমিক শিক্ষককে যুক্ত করা হয়েছে, এই কাজ করতে গিয়ে পুজোর সময় কত ছুটি নষ্ট হচ্ছে , আর এর জন্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ছুটি মনজুর করা হয়েছে কিনা , কতগুলি অতিরিক্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে , এই কাজের বিনিময়ে কী দেওয়া হবে তা আগামী বুধবারের মধ্যে আদালতকে জানাতে হবে । ওই দিন বেলা ১টা নাগাদ এই মামলার রায় হওয়ার সম্ভবনা রয়েছে ।

 


শেয়ার করুন
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 + 1 =