কলকাতা 

রাজ্য পুলিশের পোশাক বদল ?, খাকি উর্দির বদলে সাদা পোশাক চালু হচ্ছে কমিশনারেট এলাকাগুলিতে

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক :  রাজ্য পুলিশের কর্মীদের পোশাক পরিবর্তন হচ্ছে । জানা গেছে, কলকাতা পুলিশের পোশাকই হতে পারে রাজ্য পুলিশে ইউনিফর্ম । সেদিক থেকে দেখলে ব্রিটিশ আমল থেকে চলে আসা খাকি উর্দির বিদায় কী সত্যিই হবে ?  কিন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের পোশাকের রং বদল করার ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি জায়গা বেছে নিয়েছেন।রাজ্যের ছয়টি পুলিশ কমিশনারেটে কর্মরত কনস্টেবল থেকে ইনস্পেকটর পদমর্যাদার অফিসারদের জন্য এই উর্দি বদলের প্রস্তাব করা হয়েছে। সাদা পোশাকের পাবেন কমিশনারেটের আওতাধীন ট্রাফিক কর্মীরাও।

নবান্ন সূত্রে খবর, গত ১৩ সেপ্টেম্বর রাজ্য প্রশাসনের তরফে উর্দি বদল নিয়ে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর কাছে একটি খসড়া প্রস্তাব গিয়েছে। তাতে ওই কমিশনারেটগুলির পুলিশ কর্মীদের পোশাকের রংখাকি থেকে সাদা করার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও কমিশনারেটের বাইরে রাজ্যের অন্যান্য থানার পুলিশ কর্মীদের পোষাকের রং খাকিই থাকবে। সশস্ত্র পুলিশকর্মীরাও খাকি উর্দি পড়বেন। তবে এখনই এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

Advertisement

এর আগেও ২০১৩ সালে এ রকম প্রস্তাব দিয়েছিল স্বরাষ্ট্র দফতর। তবে সেই সময় খাকির বদলে সাদা জামা ও নীল প্যান্টের প্রস্তাব দেওয়া হয়। তা নিয়ে নিচু তলার পুলিশ কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের অভিযোগ ছিল, শুধু নিচু তলার কর্মীদেরই কেন পোশাক বদল হচ্ছে?পুলিশ আধিকারিকদেরও একই পোশাক দেওয়া হোক।

তবে এবার সেই বিতর্ক এড়াতে কলকাতা পুলিশের মতোই সাদা পোশাক দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য স্বরাষ্ট্র দফতরের। রাজ্যের ছয়টি পুলিশ কমিশনারেট ব্যারাকপুর, আসানসোল-দুর্গাপুর, হাওড়া, বিধাননগর, চন্দননগর ও শিলিগুড়ি কমিশনারেট রয়েছে। প্রস্তাব অনুমোদিত হলেই ওই কমিশনারেটের আওতাধীন পুলিশকর্মীদের গায়ে সাদা পোশাক দেখা যাবে। এই প্রস্তাবের কথা জানার পর এক পুলিশকর্মী বলেন, “আগের থেকে ভাল হয়েছে। নীল-সাদার থেকে সাদা পোশাক ভাল। তবে খাকি উর্দির একটা আলাদা ঐতিহ্য রয়েছে।”

 

 

 

 

 

 

 

 


শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 3 =