হরিয়ানার মেধাবী ছাত্রী গণধর্ষনের শিকার , পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগ , আইন আইনের পথে চলবে আশ্বাস মুখ্যমন্ত্রীর
বিশেষ প্রতিবেদক : হরিয়ানা রাজ্যের মেধাবী ছাত্রী । সিবিএসই-তে ভালো ফল করার জন্য রাষ্ট্রপতি তাকে পুরস্কার দিয়েছিলেন। এহেন মেধাবী ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল। হরিয়ানার মহেন্দারগড় জেলার কানিনার এই মর্মান্তিক ও নৃশংস ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিয়ে প্রথমে পুলিশ কোনও অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগ। চাপের মুখে শেষ পর্যন্ত পুলিশ এফআইআর নিতে বাধ্য হয় ।
সংবাদে প্রকাশ গত বুধবার ওই যুবতি তথা সেকেন্ড ইয়ারের ছাত্রী কোচিং সেন্টার যাচ্ছিল। অভিযোগ, গাড়িতে করে তিনজন এসে তাকে অপহরণ করে। তারপর টেনে হিঁচড়ে একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। মাঠে থাকা আরও কয়েকজন তাকে ধর্ষণ করে। অভিযুক্তরা সকলেই ওই যুবতির গ্রামের বাসিন্দা।
অচেতন হয়ে পড়ার আগে পর্যন্ত ওই যুবতিকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ। পরে তাকে একটি বাসস্ট্যান্ডে ফেলে রেখে পালায় অভিযুক্তরা।
ওই যুবতির বাবা-মায়ের অভিযোগ, প্রথমে পুলিশ তাঁদের অভিযোগ নিতে চায়নি। তাঁরা এক থানা থেকে আর এক থানায় ঘুরে বেড়ান। এদিকে অভিযুক্তরা তাঁদের হুমকি দিতে থাকে।এই নৃশংস ঘটনাটি নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী এম এল খাট্টার বলেন, “আইন আইনের পথে চলবে। দোষিকে শাস্তি দেওয়া হবে।”
হরিয়ানার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক এ এস চাওলা বলেন, “এফআইআর যে তিনজনের নাম রয়েছে। তাদের গ্রেপ্তার করা হবে। ওই যুবতির মেডিকেল টেস্ট করা হয়েছে।”