জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ফিজিক্স : নোবেলপ্রাপ্তির ১২৫ বছর উপলক্ষে ; Xray আবিষ্কারের গল্প শুনিয়েছে আফিয়া আনতারা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আফিয়া আনতারা :

এক্স-রে এর সঙ্গে কমবেশি আমরা সবাই পরিচিত। এক্স- রে আবিষ্কার আমাদের সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা যদি একটু পিছিয়ে যাই তবে দেখতে পাবো তখনকার দিনে কাটা ছেঁড়া ছাড়া কোন ভাঙা জোড়া সম্ভবই ছিল না। এক্স-রে এমন একটি রশ্মি যা আমাদের মাংসপেশিকে ভেদ করতে পারলেও হাড়কে করতে পারে না। তার সাহায্যে সহজেই হাড়ভাঙ্গা জায়গাটি নির্ণয় করা যায়।

Advertisement

এক্স-রে আবিষ্কার করেছিলেন উইলহেম রন্টজেন নামক বিজ্ঞানী। বলা যেতে পারে দুর্ঘটনাবশত এই আবিষ্কারটি হয়েছিল। ১৮৯৫ সালে ক্যাথোড রশ্মি ছিল তখনকার একটি বড় গবেষণার বিষয়। রন্টজেনও এই ক্যাথোড রশ্মি গবেষণায় উৎসাহী হয়ে উঠলেন। তিনি জড়ো করলেন কিছু উন্নত যন্ত্রপাতি যেমন উচ্চ ভোল্টেজ সরবরাহ করতে সক্ষম এমন বৈদ্যুতিক উৎস, উচ্চ তাপ সহনশীল অ্যানোড।তিনি যখন ক্যাথোড রশ্মি নিয়ে গবেষণা করছিলেন তখন তিনি দেখলেন কিছু ক্যাথোড রশ্মি এসে টিউবের গায়ে আঘাত করছে যেটি তার গবেষণায় বাধা সৃষ্টি করছিল।সেজন্য তিনি পুরো ঘরটা অন্ধকার করে ফেলে টিউবটিকে একটি কালো কাপড় দিয়ে ঢেকে ফেললেন এবং একটি কার্ডবোর্ডের উপর ফ্লুরোসেন্ট পদার্থের প্রলেপ লাগিয়ে নেন যেটার উপর ক্যাথোড রশ্মি পড়লে উজ্জ্বল হয়ে ওঠার কথা। এর থেকে কিছুটা কেটে নিয়ে কাজে লাগিয়ে বাকিটা একটি চেয়ারে রেখে দিলেন।এরপর যখন তিনি পরীক্ষা শুরু করলেন তিনি দেখলেন অন্ধকার ঘরের কোনায় চেয়ারে পড়ে থাকা কার্ডবোর্ডটি উজ্জ্বল হয়ে উঠছে। কিন্তু সেই রশ্মিটি কি হতে পারে যা পুরু কালো কাপড়কে ভেদ করে যাচ্ছে?

তিনি বুঝতে পারলেন এটি সাধারণ ক্যাথোড রশ্মি নয় কারণ তার আগেই প্রমাণিত ছিল যে ক্যাথোড রশ্মি সাধারণ বায়ুমন্ডলে কয়েক সেন্টিমিটারের বেশি এগোতে পারে না। এরপর তিনি বিভিন্ন গবেষণার পর দেখলেন এই রশ্মিটি মানুষের হাড় ভেদ করতে পারে না। এই ভাবেই বলা যেতে পারে দুর্ঘটনাবশত এক্স রে বা অজানা রশ্মির আবিষ্কার হয়েছিল।

এমন একটি রশ্মির কথায় সারা বিশ্বে আলোড়ন পড়ে যায়। উইলহেম রন্টজেন প্রথম ব্যক্তি যিনি ফিজিক্সে নোবেল পেয়েছিলেন। এটি আসলে পদার্থবিদ্যার আবিষ্কার হলেও চিকিৎসা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।১৯০১ সালের প্রথম ফিজিক্স এ নোবেল পান রন্টজেন আজ থেকে ঠিক 125 বছর আগে এমন একটি রশ্মি আবিষ্কার করেন যা দুর্ঘটনাক্রমে আবিষ্কার না হলে হয়তো আবিষ্কার আরো জটিল হয়ে উঠত এবং আরও সময় লেগে যেত। এইভাবে হয়েছিল এক্স রে বা অজানা রশ্মির আবিষ্কার।

লেখিকা : চৈতল পল্লীমঙ্গল বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ