কলকাতা 

মাঝেরহাট ব্রিজ ভেঙে ফেলে , এক বছরের মধ্যে নতুন সেতু তৈরি করা হবে, সেতু ভেঙে যাওয়ার জন্য দায় এড়াতে পারে না পূর্ত দপ্তর ,পুজোর আগেই মাঝেরহাটের বিকল্প রাস্তা তৈরি হবে আশ্বাস মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : মাঝেরহাট ব্রিজ ভেঙে ফেলা হবে । তা নতুন করে তৈরি করা হবে বলে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান । তবে পুজোর আগে  যান চলাচল যাতে স্বাভাবিক থাকে তার জন্য মাঝেরহাট ব্রিজের বিকল্প রাস্তা তৈরি করা হবে । সেই সঙ্গে তিনি জানান এক বছরের মধ্যে মাঝরহাট সেতু নতুন করে তৈরি করা হবে। শুধু মাঝেরহাট ব্রিজই নয়, উচ্চমানের ইঞ্জিনিয়রদের দিয়ে দেখভাল করা হবে অন্য ব্রিজগুলিরও। নতুন ব্রিজ তৈরির ক্ষেত্রে রেলের সহায়তা চাওয়া হবে। কোনও প্রয়োজনে রেল যাতে সাহায্য করে সেবিষয়ে আবেদন জানিয়ে চিঠি পাঠাবে রাজ্য সরকার।

মাঝেরহাট সেতু ভেঙে পড়ার ঘটনা পূর্ত দপ্তর যে দায়  এড়াতে পারে না সেকথা স্বীকার করে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে একটি সাংবাদিকদের বলেন, “পূর্ত দপ্তরের গাফিলতি ছিল। পূর্ত দপ্তর তার দায় এড়াতে পারে না।”

Advertisement

প্রথম দিন থেকেই  মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার কারণ হিসেবে মেট্রোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ আরও একবার সেকথা বললেন। তাঁর মতে, এই দুর্ঘটনার একটা অন্যতম কারণ মেট্রোর ভাইব্রেশন। এছাড়া আজকের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব চালু করে দেওয়া হবে মাঝেরহাট ব্রিজ। পুজোর আগেই যাতে ব্রিজ চালু করা যায় তার  চেষ্টা করা হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন ।

 

 

 

 


শেয়ার করুন
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine − 3 =