দেশ 

২০১৯-এর ফাইনালের আগেই দুঃসংবাদ. বিজেপি-র সদস্য সংখ্যা কমেছে তিন কোটি , মোদী সরকার কী জনপ্রিয়তা হারাচ্ছে ?

শেয়ার করুন
  • 32
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : মোদী সরকারের জনপ্রিয়তা কী কমছে ? তা এখনই বলা না গেলেও এটা স্পষ্ট হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি-র সদস্য সংখ্যা কমছে । এতদিন যে সদস্য সংখ্যা নিয়ে অমিত শাহ অহঙ্কার করতেন এখন সেই সদস্য সংখ্যা নাকি তিন কোটি কমে গেছে । এ কথা স্বীকার করেছেন খোদ অমিত শাহ নিজে । উল্লেখ্য ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছিল বিজেপি।

শুরু হয়েছিল মিসড কলে ‘মেম্বারশিপ ড্রাইভ’। এর ফলে বিজেপির সদস্য সংখ্যা একলাফে বেড়ে দাঁড়ায় ১১ কোটিতে। বেশ গর্ব করে যে কথা এতদিন বলতেন অমিত শাহ, কিন্তু তাঁর মুখেই শোনা গেল  গত তিন বছরে তিন কোটি সদস্য কমেছে বিজেপির।বিজেপি দলের কার্য সমিতির সভায় বিজেপি সভাপতি উল্লেখ করেন, বর্তমানে বিজেপির সদস্য সংখ্যা ৮ কোটি । আর এতেই শুরু হয়েছে জল্পনা।

বিজেপি সভাপতি অমিত শাহ এক সময় দাবি করেছিলেন, চিনের কমিউনিস্ট পার্টির পরেই সদস্য সংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় রাজনৈতিক সংগঠন বিজেপি। বিজেপির অন্যান্যা নেতারা বহুক্ষেত্রেই এমন দাবি করেছিলেন যে, আসলে বিজেপির সদস্য সংখ্যা আরও বেশি। দেশে কম করে ১৪ কোটি সদস্য রয়েছে বিজেপির। আর বিরোধীরা বিজেপির এই দাবিকে ফাঁপা ফানুসের সঙ্গে তুলনা করে এসেছে।

বিরোধীরা বলতেন, মিসড কলের মাধ্যমে সদস্য সংগ্রহ করা হয়েছে, তার সঙ্গে বাস্তবের কোনও মিল থাকতে পারে না, নেইও।দেশজুড়ে বিজেপি-র সদস্য সংখ্যা কমছে এই খবর ছড়িয়ে পড়ার আসন্ন লোকসভা নির্বাচনে প্রভাব পড়তে এই ভেবে এখন বিজেপি-র নেতারা অন্য কথা বলছেন।

তাঁদের দাবি এ বছর দলের সদস্য হিসেবে ১১ কোটি রেজিস্ট্রেশন হয়েছে। তার মধ্যে ৮ কোটি রেজিস্ট্রেশন যাচাই হয়ে গিয়েছে। রেজিস্ট্রেশন যাচাই করতে বাকি এখন তিন কোটি। সেই কথাই জানিয়েছেন সভাপতি। তাঁর দেওয়া পরিসংখ্যানের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।


শেয়ার করুন
  • 32
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − nine =