কলকাতা 

মাঝেরহাট ব্রিজের বিকল্প হিসেবে নতুন রাস্তা তৈরি করতে চলেছে রাজ্য সরকার , রেলের ছাড়পত্র পেলেই নির্মাণের কাজ শুরু ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর অন্তর্বর্তীকালীন সুরাহা হিসেবে রাজা সন্তোষ রায় রোড হয়ে আলিপুর এভিনিউ দিয়ে একটা নতুন রাস্তা বানানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই রাস্তা বানানোর জন্য প্রয়োজন হবে একটা লেভেল ক্রসিং এরও। রেল মন্ত্রককে এ ব্যাপারে চিঠিও দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। আগামী সপ্তাহে রাজ্য সরকারকে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে সূত্রের খবর।

রাজা সন্তোষ রায় রোড হয়ে আলিপুর এভিনিউ দিয়ে একটা নতুন রাস্তা, হুমায়ুন কবীর সরণির সঙ্গে যুক্ত করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই রাস্তাটিও নিউ আলিপুর ও মাঝেরহাট রেল স্টেশনের মাঝখান দিয়েই গেছে।। ২০০ মিটারের বেশি এই রাস্তা তৈরি করতে গিয়ে কয়েকটা সমস্যা দেখা দিয়েছে। হুমায়ুন কবীর সরণির সঙ্গে যুক্ত করতে হলে ভাঙতে হবে একটি পাঁচিল। এ ছাড়াও রয়েছে রেলের ৪টি বিদ্যুতের খুঁটি। তিনটি খুঁটি সরাতে হবে। তবে, একটি খুঁটির পাশ দিয়ে তৈরি করা যাবে রাস্তা।

Advertisement

জানা গেছে, তিনটি খুঁটি সরাতে রাজি হয়েছে রেল মন্ত্রক।এই রাস্তার মধ্যেই পোর্ট ট্রাস্টের একটি খাল আছে। ফলে রাস্তা তৈরি করার জন্য হিউম পাইপ বসিয়ে কাজ করতে হবে। সেই কাজেও সেরকম কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে রেল। কিন্তু সমস্যা হয়েছে লেভেল ক্রসিংয়ের ক্ষেত্রে। রেলের উন্নত পরিকাঠামো নিয়েও একটা লেভেল ক্রসিং তৈরি করতে অন্তত এক মাস সময় লাগে। কিন্তু রাজ্য সরকারের তরফে বলা হয়েছে ১৫ দিনের মধ্যে এই লেভেল ক্রসিং তৈরি করতে হবে।  রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য রেলের ইঞ্জিনিয়ারিং ও কমিউনিকেশন বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে ।

আগামী সপ্তাহে এই নিয়ে বৈঠক হবে। রিপোর্ট সম্পূর্ণ খতিয়ে দেখার পর রাজ্যকে নিজেদের সিদ্ধান্ত জানাবে রেল৷


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × two =