কলকাতা 

মাঝেরহাট সেতু ভেঙে পড়ার ঘটনায় শুক্রবার জমা পড়ছে প্রাথমিক তদন্ত রিপোর্ট, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : মাঝের হাট সেতু দুর্ঘটনা নিয়ে রাজ্য সরকারের গঠিত উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি আগামী কাল তাদের প্রাথমিক রিপোর্ট জমা করবে। সেতু দুর্ঘটনার পর ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ৬ সেপ্টেম্বর মুখ্য সচিব মলয় দের নেতৃত্বে ওই কমিটি গঠন করে দেন।

বিভিন্ন দপ্তরের সচিব, রাজ্য পুলিশের মহা নির্দেশক ও কলকাতা পুলিশের কমিশনার প্রমূখকে নিয়ে গঠিত কমিটি এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। সেইমতো আগামীকাল তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট তার কাছে জমা পড়বে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিন নবান্ন ছাড়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন কাল প্রাথমিক রিপোর্ট জমা পড়বে।

Advertisement

বিস্তারিত রিপোর্ট তৈরি করতে তো সময় লাগবে। তবে কমিটির তদন্তে দোষী সাব্যস্ত হলে কাউকে যে ছেড়ে কথা বলা হবে না মুখ্যমন্ত্রী তা আগেই স্পষ্ট করে দিয়েছেন।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty − 2 =