বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

শীতের মরসুমে নতুন আধুনিক বাংলা গান নিয়ে হাজির সঙ্গীত শিল্পী ওম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : শীতের মরসুমে আপনাদের মন হরণ করতে একটি নতুন আধুনিক বাংলা গান নিয়ে হাজির সঙ্গীত শিল্পী ওম ।

পরাণ জ্বালায় মিউজিকাল শর্টফিল্ম এর পর এবার ওমের প্রযোজনায় নতুন মিউজিকাল শর্টফিল্ম “মনোহরণী”র দায়িত্বে ছিলেন তরুণ পরিচালক অভিনেত্রী দীপান্বিতা সেনগুপ্ত। নির্ভেজাল প্রেমের গান।কিন্তু এই প্রেম আমাদের নিয়ে যায় বেশ কিছু বছর আগের সময়ে।

Advertisement

আবারও দীপান্বিতার লেখা “মনোহরণী” গানটার কথায় রয়েছে পুরাতনী বাংলার ছোঁয়া। মনোহরণী, পরশপাথর এই শব্দগুলো এখন তেমন ব্যবহার হয় না। গল্পের মধ্যেও সেই পুরনো এবং নতুনের মিশেল।

গানের গল্পে জীবনের বিভিন্ন সময়কে ধরা হয়েছে৷ অল্প পরিসরে হলেও প্রত্যেকটি চরিত্র সুস্পষ্ট।  জীবনের প্রত্যেকটা পর্যায়ের একটা শুরু থাকে৷ প্রেমিক প্রেমিকা থেকে দীর্ঘ পথ পেরিয়ে সংসার স্বামী স্ত্রীর বন্ধন এই যাত্রাপথে “মনোহরণী” সেই একজনই৷ এখনকার অস্থির জীবনে যেখানে কথায় কথায় বিচ্ছেদ সেখানে এই গান চিরন্তন প্রেমের সাক্ষ্যবাহী।

প্রত্যেকটা গান লেখার সময় গীতিকারের নিজস্ব একটা ভাবনা থাকেই, গানটা কার কন্ঠে সবথেকে ভালো লাগবে৷ দীপান্বিতা সেনগুপ্তর মতে, গান আদতে কণ্ঠের মাধ্যমে অভিনয়৷ সঙ্গীতশিল্পী  ওম বিগত তিরিশবছর যাবৎ গান করছেন রবীন্দ্রনাথের গান, এমনকি আধুনিক গানের সুদীর্ঘ চর্চার ফলে যে অভিজ্ঞতা তাঁর হয়েছে,

তাতে দীপান্বিতার মনে হয়েছিল ওম এই গানটিকে সঠিক মূল্যায়ন করতে পারবেন৷ বছরখানেক আগে লেখা গানটির কথা পছন্দ হয় গায়ক ওমের৷একদিকে অ্যাডমিনিস্ট্রেশন এর কাজ সামলানো, অন্যদিকে গান- দুটোই সমান তালে করছেন সঙ্গীতশিল্পী ওম৷ অফিসের ফাঁকে কলকাতা গিয়ে স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, পন্ডিত দেবজ্যোতি বোস এর কাছে গান শেখা।

রবীন্দ্রসঙ্গীত এর চর্চার পাশাপাশি ওম মঞ্চেও আধুনিক গান গেয়েছেন ৷ তবে তার নিজস্ব গান গাওয়া এই প্রথম।

সঙ্গীতশিল্পী ওম জানিয়েছেন, গানের কথা খুব গুরুত্বপূর্ণ।  তাই কোথায় কোন এক্সপ্রেশন দেওয়া হলে গানের জন্য ভালো হবে সেটা দীপান্বিতা খুবই সুন্দর করে বুঝিয়েছেন৷ এই নিয়ে তিন নম্বর মিউজিক ভিডিও যেখানে দীপান্বিতার বিপরীতে অভিনয় করলেন ওম৷ আগের দুটি রবীন্দ্রসঙ্গীতের, “উতল ধারা” এবং “ভালবেসে যদিসুখ নাহি” ।  ওম এর মতে পরিচালক অভিনেত্রী দীপান্বিতার বিপরীতে অভিনয় করা বেশ শক্ত৷ মিউজিক ভিডিওর ক্ষেত্রে অভিনয় তেমন প্রয়োজন হয় না৷ কিন্তু মিউজিকাল শর্টফিল্ম এর ক্ষেত্রে বেশ অনেকটাই অভিনয় দক্ষতার প্রয়োজন কারণ গানের সঙ্গে গল্পটাকেও ফুটিয়ে তুলতে হয়।

গল্পটা লিখেছেন দীপান্বিতা, গান এর কথা দীপান্বিতার।  পুরোটাই আউটডোর শ্যুটিং। বড় একটা টিম৷    মেকাপ নিয়ে  ক্যামেরার সামনে যাওয়া আবার পিছনে গিয়ে কাজ দেখা । যেহেতু ১৮-১৯ বছরের চরিত্র করা তাই প্রায় পনেরো কেজি মত ওজন কমাতে হয়েছে অভিনেত্রীকে।

গৌতম সোম এবং পণ্ডিত মল্লার ঘোষের সঙ্গে এই নিয়ে বেশ কয়েকটি কাজ করলেন দীপান্বিতা৷

দীপান্বিতার মতে, শ্রী গৌতম সোম  অনুভূতির গভীরতাকে বুঝে বেহালা, বাঁশি,গীটারে দক্ষতা দেখাতে পারদর্শী। উনি এই গানগুলি যথাযথ ভাবে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারবেন বলে মনে হয়েছিল প্রযোজক ওমের ।

ওমের কন্ঠে দীপান্বিতার লেখা পরবর্তী দুটি গান সনামধন্য সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত’র সুরে”তুই”এবং  “তোকে আজ পাহাড় দিতে চাই” । দুটোই একেবারে এই সময়ের, টিন এজ প্রেমের গান৷

দীপান্বিতা সেনগুপ্তর কথায় গান গেয়েছেন শিল্পী রূপঙ্কর বাগচীও৷ মিউজিকাল শর্টফিল্ম “পরাণ জ্বালায়” ও “মনোহরণী”র এর পর এবার প্রায় ৪০ মিনিটের একটি শর্টফিল্ম আসতে চলেছে পরিচালকের ৷ ২০২২ এ আসতে চলেছে ফিচার ফিল্মও ৷ আগামীদিনে জিৎ গাঙ্গুলি ও জয় সরকার এর সুরে নতুন গান নিয়েও কথাবার্তা হয়েছে দীপান্বিতার ৷


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ